করোনাভাইরাস: আক্রান্ত বায়ার্নের পাঁচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2022 04:41 PM BdST Updated: 02 Jan 2022 04:41 PM BdST
বায়ার্ন মিউনিখ শিবিরে জোর আঘাত হেনেছে করোনাভাইরাস। নতুন বছরের প্রথম দিনে গোলরক্ষক মানুয়েল নয়ারসহ চার খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে ক্লাবটি।
তাদের পাশাপাশি প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দলটির সহকারী কোচ ডিনো টপমোলার৷
শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানায় জার্মান চ্যাম্পিয়নরা। নয়ার ছাড়া কোভিড পজিটিভ অন্য তিন খেলোয়াড় হলেন কিংসলে কোমান, কোরোঁতাঁ তোলিসো ও ওমর রিচার্ডস।
অধিনায়ক নয়ার নিশ্চিতভাবেই বছরের প্রথম অনুশীলন মিস করবেন, যা রোববার থেকে সোমবারে নেওয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত সবাই ভালো আছেন এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
গত ডিসেম্বর মাসের বিভিন্ন সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হন বায়ার্নের মিডফিল্ডার জসুয়া কিমিখ ও ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং, ডিফেন্ডার নিকলাস সুলে ও ইয়োসিপ স্তানিসিচ।
দলের কয়েকজন খেলোয়াড় টিকা নিতে অস্বীকৃতি জানানোয় সমালোচনার মুখে পড়েছিল বায়ার্ন। ওই খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কিমিখ। তার শঙ্কা ছিল, টিকার দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া আছে। অবশেষে ডিসেম্বরের শেষের দিকে তিনি টিকা নিতে সম্মতি জানান।
বিরতির পর বুন্ডেসলিগায় আগামী শুক্রবার ঘরের মাঠে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে খেলবে ইউলিয়ান নাগেলসমানের দল। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন বিধিনিষেধে এই ম্যাচও হবে দর্শকবিহীন মাঠে।
লিগে ১৭ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৩৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বরুশিয়া ডর্টমুন্ড।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’