করোনাভাইরাস: আক্রান্ত বায়ার্নের পাঁচ

বায়ার্ন মিউনিখ শিবিরে জোর আঘাত হেনেছে করোনাভাইরাস। নতুন বছরের প্রথম দিনে গোলরক্ষক মানুয়েল নয়ারসহ চার খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2022, 10:41 AM
Updated : 2 Jan 2022, 10:41 AM

তাদের পাশাপাশি প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দলটির সহকারী কোচ ডিনো টপমোলার৷

শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানায় জার্মান চ্যাম্পিয়নরা। নয়ার ছাড়া কোভিড পজিটিভ অন্য তিন খেলোয়াড় হলেন কিংসলে কোমান, কোরোঁতাঁ তোলিসো ও ওমর রিচার্ডস।

অধিনায়ক নয়ার নিশ্চিতভাবেই বছরের প্রথম অনুশীলন মিস করবেন, যা রোববার থেকে সোমবারে নেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত সবাই ভালো আছেন এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

গত ডিসেম্বর মাসের বিভিন্ন সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হন বায়ার্নের মিডফিল্ডার জসুয়া কিমিখ ও ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং, ডিফেন্ডার নিকলাস সুলে ও ইয়োসিপ স্তানিসিচ।

দলের কয়েকজন খেলোয়াড় টিকা নিতে অস্বীকৃতি জানানোয় সমালোচনার মুখে পড়েছিল বায়ার্ন। ওই খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কিমিখ। তার শঙ্কা ছিল, টিকার দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া আছে। অবশেষে ডিসেম্বরের শেষের দিকে তিনি টিকা নিতে সম্মতি জানান।

বিরতির পর বুন্ডেসলিগায় আগামী শুক্রবার ঘরের মাঠে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে খেলবে ইউলিয়ান নাগেলসমানের দল। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন বিধিনিষেধে এই ম্যাচও হবে দর্শকবিহীন মাঠে।

লিগে ১৭ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৩৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বরুশিয়া ডর্টমুন্ড।