কোভিডে আক্রান্ত ইউভেন্তুস অধিনায়ক কিয়েল্লিনি

সেরি আয় নাপোলির বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ইউভেন্তুস। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন দলটির অধিনায়ক জর্জো কিয়েল্লিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2022, 08:53 AM
Updated : 2 Jan 2022, 08:53 AM

শনিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তুরিনের দলটি।

চলতি মৌসুমে ইউভেন্তুসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলা কিয়েল্লিনি গত ডিসেম্বরে টিকার তৃতীয় ডোজ নেওয়ার কথা জানিয়েছিলেন।

বড়দিনের বিরতির পর আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে নাপোলির বিপক্ষে ম্যাচটি দিয়েই মাঠে ফিরবে ইউভেন্তুস।

লিগে ১৯ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল।

সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে নাপোলি। ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী ইন্টার মিলান।

ইতালিতে করোনাভাইরাসের সংক্রমনের নতুন ঢেউ শুরু হয়েছে। গত শনিবার এক দিনে এক লক্ষ ৪১ হাজার ২৬২ জনের আক্রান্ত হওয়ার কথা জানায় তারা। আগের দিনের সংখ্যাটা ছিল এক লক্ষ ৪৪ হাজার ২৪৩।