করোনাভাইরাসের ছোবলে জেরবার বার্সা ও আতলেতিকো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2021 09:25 PM BdST Updated: 30 Dec 2021 11:26 PM BdST
বার্সেলোনা দলে একের পর এক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সবশেষ মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো, ডিফেন্ডার সের্জিনো দেস্ত ও ফরোয়ার্ড আব্দেসামাদের শরীরে এই ভাইরাস ধরে পড়েছে।
কাতালান দলটি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তাদের আক্রান্ত হওয়ার খবর
জানায়। এই নিয়ে দলটির ১০ জন ফুটবলার কোভিড-১৯ পজিটিভ হলেন।
লা লিগার আরেক দল আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনেসহ পাঁচ জন
কোভিডে আক্রান্ত হয়েছেন। বাকিরা হলেন- অধিনায়ক কোকে, মিডফিল্ডার
এক্তর এররেরা, ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ও অঁতোয়ান গ্রিজমান।
তারা সবাই বাড়িতে আইসোলেশনে আছেন বলে বিবৃতিতে জানিয়েছে আতলেতিকো।
বার্সেলোনা বুধবার সামুয়েল উমতিতি, উসমান
দেম্বেলে, গাভি ও আলেহান্দ্রো বাল্দের কোভিড পজিটিভ হওয়ার
খবর দিয়েছিল। তাদের আগে আক্রান্ত হন জর্দি আলবা, ক্লেমোঁ
লংলে ও দানি আলভেস।
করোনাভাইরাস থাবা বসিয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরেও। বৃহস্পতিবার তারা
ফরোয়ার্ড লুকা ইয়োভিচের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায়। মাদ্রিদের দলটি বুধবার
গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা,
ফেদেরিকো ভালভেরদে ও ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের আক্রান্ত হওয়ার খবর
দিয়েছিল।
এর আগে এই মাসের শুরুতে কোভিড পজিটিভ হন দলটির লুকা মদ্রিচ, রদ্রিগো, মার্কো আসেনসিও, গ্যারেথ
বেল, মার্সেলো, আন্দ্রি লুনিন, ইসকো ও ডাভিড আলাবা।
বড় দিনের ছুটির পর আগামী রোববার লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে
ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বার্সেলোনা। একই দিন গেতাফের মুখোমুখি হবে রিয়াল, আতলেতিকোর প্রতিপক্ষ রায়ো ভাইয়েকানো।
১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে
২৯ পয়েন্ট নিয়ে শিরোপাধারী আতলেতিকো পাঁচে, বার্সেলোনা ২৮
পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন