গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে সাইফ স্পোর্টিং
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2021 09:11 PM BdST Updated: 30 Dec 2021 09:44 PM BdST
শেষ আটে থাকা নিশ্চিত করতে সাইফ স্পোর্টিংয়ের জন্য ড্র-ই যথেষ্ট ছিল। তবে জয় দিয়েই ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। চট্টগ্রাম আবাহনীকে তারা হারানোয় গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পুলিশ এফসি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং। দুই ম্যাচে ১টি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়েছে তারা। ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ চট্টগ্রাম আবাহনী।
দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় পুলিশ এফসি। সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ ড্রয়ের পর চট্টগ্রাম আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছিল তারা।
ম্যাচের প্রথম ভালো সুযোগ পায় সাইফ স্পোর্টিং। তবে ষোড়শ মিনিটে ডান দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে দূরের পোস্টে তালগোল পাকিয়ে প্রথম চেষ্টায় শট নিতে পারেননি এমফন উদোহ। সাইফ স্পোর্টিংয়ের এই নাইজেরিয়ান ফরোয়ার্ড পরে শট নিলেও এড়াতে পারেননি গোলরক্ষককে।
২২তম মিনিটে উদোহর শট পোস্টে লেগে ফিরে। ৩৪তম মিনিটে তিনি নষ্ট করেন আরেকটি সুবর্ণ সুযোগ। গোলরক্ষককে একা পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি।
পরের মিনিটেই জামাল ভূইয়ার পাসে মারাজ হোসেনের প্লেসিং শটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ৩৮তম মিনিটে জামালের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন উজবেকিস্তানের আসরোর গফুরভ।
৬১তম মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন শাখাওয়াত হোসেন রনি। চট্টগ্রাম আবাহনীর এই ফরোয়ার্ডের জোরাল শট ক্রসবার কাঁপায়।
৭৮তম মিনিটে রনিকে ফাউল করে সরাসরি লালকার্ড পান রিয়াদুল হাসান রাফি; দশজনের দলে পরিণত হয় সাইফ স্পোর্টিং। এরপরই শোয়েব মিয়ার ফ্রি কিকে আরিফুর রহমানের ফ্লিকে ঘুরে দাঁড়ায় বন্দরনগরীর দলটি। কিন্তু ব্যবধান কমালেও বাকি সময়ে মারুফুল হকের দল পারেনি সমতা ফেরাতে।
সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান। সাইফ স্পোর্টিং খেলবে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে।
শেষ আটে শেখ জামাল মুখোমুখি হবে প্রতিযোগিতার রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনীর। রহমতগঞ্জের প্রতিপক্ষ শেখ রাসেল।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২)
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ