করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের চার খেলোয়াড়

রিয়াল মাদ্রিদের একের পর এক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। নতুন করে স্প‍্যানিশ ক্লাবটির চার ফুটবলারের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 04:56 PM
Updated : 29 Dec 2021, 04:56 PM

এক বিবৃতিতে বুধবার রিয়াল জানিয়েছে, থিবো কোর্তোয়া, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভেরদে ও ভিনিসিউস জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে ডিসেম্বর মাসে ইউরোপের সফলতম দলটিতে আক্রান্তের সং‍খ‍্যা বেড়ে হলো ১০।

এর আগে গত কয়েক সপ্তাহে কোভিড পজিটিভ হন লুকা মদ্রিচ, মার্সেলো, আন্দ্রি লুনিন, গ্যারেথ বেল, মার্কো আসেনসিও ও রদ্রিগো। এছাড়াও আক্রান্ত হন সহকারী কোচ দাভিদ আনচেলত্তি।

নতুন করে আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গে আছে কী-না, বিবৃতিতে তা জানানো হয়নি। স্পেনের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মানুযায়ী, তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

লা লিগায় আগামী রোববার গেতাফের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

লিগে ১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে।