পুলিশকে হারিয়ে সেরা আটে চট্টগ্রাম আবাহনী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2021 06:38 PM BdST Updated: 28 Dec 2021 06:38 PM BdST
আরিফুর রহমানের গোলে এগিয়ে বিরতিতে গেল চট্টগ্রাম আবাহনী। ঘুরে দাঁড়াতে ব্যর্থ হওয়া পুলিশ এফসি দ্বিতীয়ার্ধে হজম করল আরও এক গোল। সহজ জয়ে ফেডারেশন কাপের সেরা আটে উঠল বন্দরনগরীর দলটি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে সেরা আট নিশ্চিত হয়ে গেছে মারুফুল হক দলের।
এই হারে গ্রুপের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ ড্র করা পুলিশ পড়ে গেছে ছিটকে যাওয়ার শঙ্কায়। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে সাইফ ও চট্টগ্রাম আবাহনী। ওই ম্যাচ ড্র করলেও সেরা আটে উঠবে গত আসরের রানার্সআপ সাইফ স্পোর্টিং। শেষ ম্যাচে সাইফ স্পোর্টিং হারলে তাদের মতো কোয়ার্টার-ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে পুলিশ এফসিরও।
দ্বিতীয় মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে বসেছিল পুলিশ। ভুল পাসে বল পেয়ে যান চট্টগ্রাম আবাহনীর রুবেল মিয়া। এক ডিফেন্ডারকে কাটিয়ে রুবেলের নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
২৪তম মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। সোহেল রানার পাস অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন আরিফুর; গোলরক্ষক নেহালে এগিয়ে এসে ক্লিয়ার করতে চেয়েও পারেননি। বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন আরিফুর।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতার সুযোগ পেয়েছিল পুলিশ। ডান দিক থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ফরোয়ার্ড মহিদুল ইসলাম, তার চিপ শট ক্রসবারের সামান্য উপর দিয়ে বাইরে চলে যায়।
৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চট্টগ্রাম আবাহনী। মনিরের ছোট কর্নার থেকে বক্সের বাইরে বল পেয়ে কামরুল ইসলাম ক্রস বাড়ান; এনকুলুলেকো তাওয়ালা লাফিয়ে মাথা ছোঁয়ানোর পর দানিলো অগোস্তো বল ক্লিয়ার করলেও তা আগেই পেরিয়ে যায় গোললাইন।
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’