মাঠে এলো না মুক্তিযোদ্ধা সংসদও
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2021 07:44 PM BdST Updated: 26 Dec 2021 07:44 PM BdST
দিনের ম্যাচটি হওয়ায় যেন স্বস্তি ফিরেছিল, শুরু করা গেল মাঠের ফুটবল। কিন্তু দ্বিতীয় ম্যাচের সময় তা উবে গেল। কমলাপুরের টার্ফ নিয়ে আগেই অভিযোগ জানানো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মাঠেই আসেনি! তাই শেখ জামাল ধানমণ্ডির বিপক্ষে তাদের ম্যাচটিও হয়নি।
এ নিয়ে দুই দিনে খেলা হলো না তিনটি ম্যাচে! শনিবার উদ্বোধনী দিনে বসুন্ধরা কিংস-স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং আবাহনী লিমিটেড- উত্তর বারিধারা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু টার্ফ নিয়ে আগেই আপত্তি জানানো কিংস ও উত্তর বারিধারা অনুপস্থিত ছিল মাঠে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিনের ওই কাণ্ডের পর সংবাদ সম্মেলনে এসে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছিলেন, টুর্নামেন্ট চলবে। রোববার প্রথম ম্যাচে ‘সি’ গ্রুপে সাইফ স্পোর্টিং ও পুলিশ এফসির ম্যাচ হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু পরের ম্যাচ গড়াল না মাঠে।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৭টায় মুখোমুখি হওয়ার কথা ছিল শেখ জামাল ও মুক্তিযোদ্ধা সংসদের। যথাসময়ে মাঠে এসেছিল প্রতিযোগিতার ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল। মুক্তিযোদ্ধা সংসদের মাঠে না আসা নিয়ে গুঞ্জন ছিল আগেই; শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে।
বাইলজ অনুযায়ী ১৫ মিনিট অপেক্ষা করে মাঠ ছাড়েন ম্যাচ কমিশনার। নিয়ম অনুযায়ী শেখ জামাল তিন পয়েন্ট পাবে।
দিনের প্রথম ম্যাচে আশা জাগিয়েও শুভসূচনা পায়নি সাইফ স্পোর্টিং। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল হজম করে পুলিশ এফসির সঙ্গে ১-১ ড্র করেছে গত আসরের রানার্সআপরা। এ ম্যাচের ফল যাই হোক, উদ্বোধনী দিনের বিব্রতকর কাণ্ডের পর খেলা হওয়ার স্বস্তি মিলেছিল।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন