জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ।
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় স্টেডিয়ামে শনিবার পুরুষ বিভাগের ফাইনালে আনসার ও ভিডিপিকে ৩২-১২ গোলে হারায় বিজিবি। জয়ী দলের তাজু ইসলাম ফাইনালে সর্বোচ্চ ১০ গোল করেন।
২০১৮ সালে সবশেষ হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছিল বিজিবি। সেবার মেয়েদের বিভাগে বিজেএমসিকে হারিয়ে সেবার সেরা হয়েছিল আনসার ও ভিডিপি।