ইপিএলে পাঁচ বদলির সিদ্ধান্তে ফেরার আহ্বান রাংনিকের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2021 06:23 PM BdST Updated: 24 Dec 2021 06:23 PM BdST
ঠাসা সূচিতে এমনিতেই খেলোয়াড়দের জন্য নেই পর্যাপ্ত বিশ্রাম। ইউরোপের অন্যান্য শীর্ষ লিগের তুলনায় প্রিমিয়ার লিগের ফুটবলারের ব্যস্ততা আরও বেশি। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বাতলে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রালফ রাংনিক। লিগ কর্তৃপক্ষকে পাঁচ বদলিতে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনাভাইরাসের প্রভাবে একের পর স্থগিত হচ্ছে প্রিমিয়ার লিগের ম্যাচ। দলগুলোতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় লিগে এই পর্যন্ত স্থগিত হওয়া ম্যাচের সংখ্যা ১২টি। এর মধ্যে রয়েছে ইউনাইটেডের দুটি ম্যাচও।
গত ১৩ ডিসেম্বর মূল দলে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় নিজেদের ট্রেনিং কমপ্লেক্স বন্ধ করে দিয়েছিল ম্যানচেস্টারের ক্লাবটি। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরে দলটি প্রস্তুতি নিচ্ছে লিগে আগামী মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে।
ইংল্যান্ডের শীর্ষ লিগ কর্তৃপক্ষ ২০২১-২২ মৌসুমে ফিরে এসেছে তিন জন বদলি নামানোর আগের নিয়মে। যদিও ২০২০ সালে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীতে বিরতি দিয়ে ফুটবল মাঠে ফেরার পর গত মৌসুমে পাঁচ জন বদলি নামানোর নিয়ম করা হয়েছিল।
চলতি মৌসুমে এর আগে বিভিন্ন সময়ে পাঁচ জন বদলি নামানোর নিয়মে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রাংনিকও সুর মেলালেন তাদের সঙ্গে।
“কোভিড শুরুর সময় পাঁচ জন বদলি নামানোর নিয়ম চালু করা হয়েছিল এবং আমি মনে করি খেলোয়াড়দের প্রাণশক্তি ফিরে পাওয়ার জন্য এটি সঠিক সিদ্ধান্ত ছিল, বিশেষ করে তারা যদি সদ্যই কোভিড থেকে সেরে ওঠে।”
“এখনও একই কথা সত্য। আমরা দেড় বছর আগে যে পরিস্থিতির মধ্যে ছিলাম এখনও একই অবস্থায় আছি, তাই আমি বুঝতে পারছি না এটি (পাঁচ জন বদলি) দেড় বছর আগের মতো কেন করা হচ্ছে না। আমি যতদূর জানি, ইউরোপে ইংল্যান্ডই একমাত্র দেশ যেখানে শুধুমাত্র তিন জন বদলির অনুমতি দেওয়া হয়।”
বদলি খেলোয়াড়ের নিয়মে শিথিলতার পাশাপাশি রাংনিক আঙুল তুলেছেন ইংল্যান্ডের অতিরিক্ত ঘরোয়া প্রতিযোগিতার দিকেও। ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট লিগ কাপ বাতিল করে খেলোয়াড়দের বাড়তি বিশ্রামের সুযোগ করে দেওয়া যেতে পারে বলে মনে করছেন তিনি।
“এটি এমন একটি বিষয় যা নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারি। আমি জানি, লিগ কাপ তৃতীয় এবং চতুর্থ বিভাগের দলগুলোর জন্য রাখা হয়েছে তাদের আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধার করার জন্য।”
“ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ইংল্যান্ডেই একমাত্র দুটি কাপ প্রতিযোগিতা হয়। আমি মনে করি, আঁটসাঁট সূচি এবং অনেক বেশি ম্যাচ খেলা নিয়ে আমরা আলোচনা করতে পারি।”
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে