ইকার্দির শেষের গোলে হার এড়াল পিএসজি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2021 04:00 AM BdST Updated: 23 Dec 2021 04:54 AM BdST
কিছুতেই মিলছিল না গোল। চোখ রাঙাচ্ছিল পরাজয়। মাউরো ইকার্দির শেষ দিকের গোলে লরিয়ঁর বিপক্ষে কোনোমতে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল পিএসজি।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে মাওরিসিও পচেত্তিনোর দল। ইকার্দির গোলের আগে লাল কার্ড দেখেছেন পিএসজির তারকা ডিফেন্ডার সের্হিও রামোস।
চোটের কারণে আগে থেকে নেই নেইয়ার। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি কিলিয়ান এমবাপেও। তিন আর্জেন্টাইন লিওনেল মেসি, ইকার্দি ও আনহেল দি মারিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজান তাদের স্বদেশী কোচ পচেত্তিনো।

২৬তম মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি, কিন্তু দুর্ভাগ্য বাধ সাধে। মেসির শট পোস্টে লাগে। ৩২তম মিনিটে দি মারিয়ার ভলি বাইরে দিয়ে যায়।
৪০তম মিনিটে গোল খেয়ে বসে সফরকারীরা। সতীর্থের পাসে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার তমা মঁকঁদুইত।
দ্বিতীয়ার্ধের শুরুতে মেন্দেসের জায়গায় রামোসকে মাঠে নামান পচেত্তিনো। ৫৬তম মিনিটে সুবর্ণ সুযোগ পান দি মারিয়া। ডি-বক্সে মেসির পাস ফাঁকায় পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি।

৮৬তম মিনিটে রামোসের ওই লাল কার্ডের ঘটনা। একটু আগেই তিনি দেখেছিলেন হলুদ কার্ড। মফিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই স্প্যানিয়ার্ড।
যোগ করা সময়ে সমতাসূচক গোলটি করেন ইকার্দি। ডানদিকের বাইলাইনের কাছ থেকে আশরাফ হাকিমির ক্রসে হেডে বল জালে পাঠান তিনি।
১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ৩৩ পয়েন্ট নিয়ে নিস দুইয়ে, মার্সেই তিনে আছে। মার্সেই অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে লরিয়ঁ।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ