এমবাপের নৈপুণ্যে ফরাসি কাপে পিএসজির শুভসূচনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2021 04:39 AM BdST Updated: 20 Dec 2021 05:01 AM BdST
আক্রমণভাগের অন্য দুই তারকার অনুপস্থিতিতে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা করলেন জোড়া গোল, আদায় করে নিলেন পেনাল্টি। তার নৈপুণ্যে ফরাসি কাপের শেষ বত্রিশে জায়গা করে নিল পিএসজি।
তৃতীয় রাউন্ডে রোববার রাতে ফরাসি ফুটবলের পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। অন্য গোলটি করেন মাউরো ইকার্দি।
চোটের কারণে আগে থেকে মাঠের বাইরে নেইমার। লিওনেল মেসিকে এই ম্যাচে বিশ্রাম দেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে ইকার্দির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। দ্বাদশ মিনিটে সের্হিও রামোসের ক্রসে ইকার্দি জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
ষোড়শ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। প্রতিপক্ষের ডি-বক্সে এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
২২তম মিনিটে ডি-বক্সে এমবাপের পাসে ফাঁকায় বল পেয়ে পোস্টে মেরে সুযোগ হাতছাড়া করেন ইকার্দি। ৩১তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবারও এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে, স্কোরলাইন হয়ে যায় ৩-০। স্বাগতিক গোলরক্ষকের দৃঢ়তায় বাকি সময়ে ব্যবধান আর বাড়েনি।
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- বিমানবন্দরে ২৩ লাখ সৌদি রিয়াল ফেলে পালালেন যাত্রী