‘ভারতের বিপক্ষেও সুযোগ আসবে’

দুর্বল দল পেলেই উড়িয়ে দিচ্ছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার জালে ১২ বার গোল উৎসব করে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের বিশ্বাস, ভারতের বিপক্ষেও সুযোগ আসবে এবং লক্ষ্যপূরণ করতে হলে সুযোগগুলো কাজে লাগাতে হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2021, 04:09 PM
Updated : 19 Dec 2021, 04:19 PM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারায় বাংলাদেশ। দলের বড় জয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। জোড়া গোল করেন ঋতুপর্না চাকমা, আনুচিং মোগিনী। বাকি দুই গোলদাতা আঁখি খাতুন ও উন্নতি খাতুন।

নেপালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে জয় আসে পেনাল্টি গোলে, ১-০ ব্যবধানে। ফাইনালে ফের ভারতের মুখোমুখি দল। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া প্রতিযোগিতাটির শিরোপা জেতা ছোটন এবারও আশাবাদী।

“মেয়েদেরকে ধন্যবাদ। এই টুর্নামেন্টে আমাদের প্রত্যাশা ছিল ভালো ফুটবল খেলার, মাঠে দর্শক যারা আসবে, তাদের আনন্দ দেওয়ার। নেপালের বিপক্ষে ভালো খেলে মেয়েরা গোল পায়নি, ভুটানের বিপক্ষে পেয়েছে; ভারতের বিপক্ষে জেতার দরকার ছিল, সেটা তারা পেরেছে। আজকে আমাদের জয় দরকার ছিল…অনান্য ম্যাচের তুলনায় মেয়েদের ফিনিশিংয়ে উন্নতি হয়েছে। আমাদের লক্ষ্য ছিল গ্রুপ সেরা হয়ে ফাইনালে ওঠা, সেটা পূরণ হয়েছে।”

“আজ ফিনিশিং ভালো হয়েছে। যেহেতু ভারতের বিপক্ষে আমাদের ফাইনাল খেলা…এই দিকটা নিয়ে আমাদের ফাইনালের আগে আরও কাজ করতে হবে। আমরা নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছি, ওখানে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছি, সেই আত্মবিশ্বাস এখানে কাজে লেগেছে। ভারতের বিপেক্ষে মেয়েরা স্বাভাবিক খেলা খেলবে। সেখানেও সুযোগ আসবে, সেটা কাজে লাগাতে হবে।”

শ্রীলঙ্কার কোচ শ্রিসেনা মাঞ্জুলা চামিন্দা প্রশংসা করলেন বাংলাদেশের। নিজের ‘স্কুল পড়ুয়া’ দলটি মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছে বলেও জানালেন তিনি।

“বাংলাদেশ ভালো খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তারা অভিজ্ঞ দল। বাংলাদেশ ও ভারত ভালো খেলছে। দুই দলই ভালো। তবে বাংলাদেশের কিছু ভালো খেলোয়াড় আছে, যারা ভারতের থেকে এগিয়ে আছে। আমাদের দলটি সবাই স্কুল পড়ুয়া। প্রস্তুতিও বেশিদিনের নয়। তবে ওরা চেষ্টা করছে ভালো করার।”