আবারও এগিয়ে গিয়ে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2021 08:01 PM BdST Updated: 19 Dec 2021 08:38 PM BdST
মূল প্রতিযোগিতার আগে প্রস্তুতি ম্যাচে শুরুতে এগিয়ে গিয়ে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির মাঠের লড়াইয়ে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল হজম করে বড় ব্যবধানে হারল গোবিনাথান ইমানের দল।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান পেল প্রথম জয়ের স্বাদ।
এ নিয়ে টানা চার ম্যাচ হারল বাংলাদেশ। ভারতের কাছে ৯-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরুর পর দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ এবং জাপানের কাছে ৫-০ গোলে হারে স্বাগতিকরা।

ত্রয়োদশ মিনিটে আরশাদ হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু এগিয়ে যাওয়ার স্বস্তি উবে যায় পরের মিনিটেই। পাকিস্তান সমতায় ফিরে নাদিম আহমেদের লক্ষ্যভেদে।
দ্বিতীয় কোয়ার্টারে ছন্দ হারিয়ে তিন গোল হজম করে বসে বাংলাদেশ। এজাজ আহমেদ ব্যবধান বাড়ানোর পর আফরাজ আহমেদ ও নাদিমের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় এশিয়ার র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা পাকিস্তান।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশ পারেনি ঘুরে দাঁড়াতে। ফলে আরেকটি বড় হারের হতাশা সঙ্গী হয় দলের।
প্রতিপক্ষ পাকিস্তান ছিল বলেই ম্যাচের আগে ভালো ফলের আশাবাদ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম। কিন্তু প্রথম ও তৃতীয় কোয়ার্টার ছাড়া বাকি দুই কোয়ার্টারে প্রতিশ্রুতি পূরণের জন্য করণীয়টুকু করতে পারেনি দল।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের