জাপানের বিপক্ষে লড়াইও করতে পারল না বাংলাদেশ

আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছিল বাংলাদেশ। জাপানের বিপক্ষে সেটাও পারেননি জিমি-খোরশেদরা। ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরেকটি হারের তেতো স্বাদ পেল গোবিনাথান ইমানের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2021, 02:32 PM
Updated : 18 Dec 2021, 02:36 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার জাপানের কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে যা একটু ভালো খেলেছিল স্বাগতিকরা, পরের দুই কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় জাপানের মুঠোয়।

গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর এশিয়ান হকির র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা জাপান এগিয়ে যায় ২১তম মিনিটে। কেন নাগাইয়োশির পাসে কেনতা তানাকার হিটে পরাস্ত বাংলাদেশ গোলরক্ষক।

২৩তম মিনিটে পেনাল্টি কর্নার গোলরক্ষক বিপ্লব কুজু ফেরানোর তিন মিনিট পর পিসি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন রাইকি ফুজিমা। তৃতীয় কোয়ার্টারে কাতো রাইওসেইয়ের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাপান। চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ান সেরেন তানকা।

এ নিয়ে টানা তিন ম্যাচ হারল এশিয়ার র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ। ভারতের কাছে ৯-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ গোলে হারে দল।

এই টুর্নামেন্ট শুরুর আগে খেলা প্রস্তুতি ম্যাচেও জাপানের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

আগামী রোববার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করে পাকিস্তান।