পাকিস্তানকে হারাল ভারত

প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। এশিয়ার হকির দুই পরাশক্তির লড়াইয়ে জিতেছে ভারত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2021, 12:54 PM
Updated : 17 Dec 2021, 12:54 PM

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার ভারত জিতে ৩-১ গোলে। এ নিয়ে টানা দুই জয় পেল এশিয়ার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-২ ড্রয়ে আসর শুরু করা ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল ৯-০ গোলে। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর হারল পাকিস্তান।

প্রথম কোয়ার্টারের ত্রয়োদশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে নেন আকাশদিপ সিং। দ্বিতীয় কোয়ার্টারে জমজমাট লড়াই হলেও গোল পায়নি কোনো দল।

তৃতীয় কোয়ার্টারে সার্কেলের ভেতর থেকে সুমিতের পাসে নিখুঁত হিটে ব্যবধান বাড়ান আকাশদ্বীপ। ৪৫তম মিনিটে গোলমুখে আব্দুল রানার পাসে শেষ সময়ে স্টিক ছুঁয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান জুনায়েদ মনজুর।

ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া পাকিস্তানকে চতুর্থ কোয়ার্টারে আরও কোণঠাসা করে ফেলে ভারত। ৫৪তম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে জসকরন সিংয়ের পুশ সুমিত স্টপ করার পর হারমানপ্রিত সিংয়ের হিট ঠিকানা খুঁজে নেয়। বাকিটা সময়ে দুই গোলের ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।