রিয়ালের আরও চার খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত

রিয়াল মাদ্রিদে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লুকা মদ্রিচ ও মার্সেলোর পর নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছেন আরও চার জন খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2021, 05:58 PM
Updated : 16 Dec 2021, 06:23 PM

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, কোভিড-১৯ পজিটিভ হয়েছেন গোলরক্ষক আন্দ্রি লুনিন, ফরোয়ার্ড গ্যারেথ বেল, মার্কো আসেনসিও ও রদ্রিগো। এছাড়াও আক্রান্ত হয়েছেন সহকারী কোচ দাভিদ আনচেলত্তি।

ক্লাবের সব খেলোয়াড় ও কর্মীদের কোভিড-১৯ পরীক্ষা করার জন্য বৃহস্পতিবার সকালের অনুশীলন সেশন স্থগিত করে রিয়াল।

গত বুধবার মিডফিল্ডার মদ্রিচ ও ডিফেন্ডার মার্সেলোর প্রাণঘাতী রোগটিতে আক্রান্ত হওয়ার খবর দেয় মাদ্রিদের দলটি। পরদিন এলো একসঙ্গে মোট পাঁচ জনের সংক্রমিত হওয়ার খবর।

আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গে আছে কী-না, বিবৃতিতে তা জানানো হয়নি। স্পেনের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মানুযায়ী, তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

লা লিগায় আগামী রোববার কাদিসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না তারা।

লিগে ১৭ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।