কোভিডের ছোবলে স্থগিত রোনালদোদের ম্যাচ

ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় অনিশ্চয়তা জেগেছিল ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাদের ম্যাচটি নিয়ে। শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল প্রিমিয়ার লিগের ম্যাচটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2021, 09:06 AM
Updated : 14 Dec 2021, 09:09 AM

নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দেড়টায় ব্রেন্টফোর্ডের মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল।

টটেনহ্যাম হটস্পারের অনেক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলটির দুটি ম্যাচ এরই মধ্যে স্থগিত হয়ে গেছে। লেস্টার সিটি শিবিরেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ।

এরপর মূল দলে কয়েকজন খেলোয়াড় ও স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় সোমবার নিজেদের ট্রেনিং কমপ্লেক্স অন্তত ২৪ ঘণ্টার জন্য বন্ধের ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড।

এরপরই ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইউনাইটেডের ম্যাচটি যথাসময়ের আয়োজন সম্ভব কি-না বা নিরাপদ হবে কি-না, এ বিষয়ে লিগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়। এরপরই আসে ম্যাচ স্থগিতের এই সিদ্ধান্ত।

গত ৭ দিনে প্রিমিয়ার লিগে নতুন করে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, গত জানুয়ারির পর এই প্রথম এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা চল্লিশ ছাড়িয়ে গেল। 

গত ৬ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে করা মোট তিন হাজার ৮০৫টি নমুনা পরীক্ষার ফলাফল এটি।