কোভিডের ছোবলে ম্যানইউয়ের ট্রেনিং কমপ্লেক্স বন্ধ

টটেনহ্যাম হটস্পারের অনেক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলটির দুটি ম্যাচ এরই মধ্যে স্থগিত হয়ে গেছে। লেস্টার সিটি শিবিরেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ। এবার খারাপ খবর মিলল ম্যানচেস্টার ইউনাইটেডে। মূল দলে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় অন্তত আগামী ২৪ ঘণ্টার জন্য নিজেদের ট্রেনিং কমপ্লেক্স বন্ধ করে দিয়েছে ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2021, 03:59 PM
Updated : 13 Dec 2021, 03:59 PM

ক্লাবের ওয়েবসাইটে সোমবার খবরটি জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। তবে কতজনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, তা জানানো হয়নি।

এতে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচটি যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা জেগেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দেড়টায় ব্রেন্টফোর্ডের মাঠে শুরু হওয়ার কথা ম্যাচটি।

প্রিমিয়ার লিগের নিয়ম মেনে আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে ইউনাইটেডের বিবৃতিতে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে আসছে ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধে লিগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করেছে তারা।