শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি রিয়াল

টেকনিক্যাল সমস্যায় বাতিল হয়ে গেল প্রথমবারের ড্র। বদলে গেল দলগুলোর প্রতিপক্ষ-ভাগ্যও। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর চূড়ান্ত ড্রয়ে তারকাসমৃদ্ধ পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2021, 02:22 PM
Updated : 13 Dec 2021, 03:39 PM

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ইউরোপ সেরা প্রতিযোগিতাটির নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

পূর্বনির্ধারিত বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় প্রথমবার ড্র অনুষ্ঠিত হয়। তাতে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হিসেবে উঠে আসে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড; লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি দ্বৈরথ। নতুন পরিচয়ে আরও একবার সময়ের দুই সেরা ফুটবলারের লড়াইটা দেখার জন্য ফুটবলপ্রেমীদের মনেও নিশ্চয় শুরু হয়েছিল বাড়তি উন্মাদনা।

তবে এক ঘণ্টার একটু বেশি সময় পরই উয়েফার পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের ড্রয়ে কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ায় সেটিকে বাতিল করা হয়েছে। নতুন করে আবার তা অনুষ্ঠিত হবে।

প্রথম ড্রয়ে রিয়াল পেয়েছিল বেনফিকাকে; তুলনামূলক সহজ প্রতিপক্ষ। পাল্টে যাওয়া পরিস্থিতিতে এখান মাদ্রিদের দলটিকে কোয়ার্টার-ফাইনালে উঠতে পার হতে হবে মেসি-নেইমার-এমবাপেদের বাধা।

শেষ ষোলোয় মুখোমুখি যারা

সালসবুর্ক-বায়ার্ন মিউনিখ

স্পোর্তিং লিসবন-ম্যানচেস্টার সিটি

আয়াক্স-বেনফিকা

চেলসি-লিল

ইউভেন্তুস-ভিয়ারিয়াল

আতলেতিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড

ইন্টার মিলান-লিভারপুল

পিএসজি-রিয়াল মাদ্রিদ

সমানভাবে প্যারিসের দলটির জন্যও হয়তো পরীক্ষাটা আরেকটু বেশিই কঠিন হয়ে গেছে। ২০১৭-১৮ আসরে শেষ ষোলোতেই রিয়ালের মুখোমুখি হয়েছিল তারা এবং হেরেছিল দুই লেগেই; ৩-১ ও ২-১ গোলে। ওই মৌসুমেই প্রতিযোগিতাটির ১৩ শিরোপার সবশেষটি জিতেছিল রিয়াল।

দুই বছর পর অবশ্য গ্রুপ পর্বে তাদের পেয়ে পুরনো কষ্টে প্রলেপ দিয়েছিল পিএসজি; প্রথম দেখায় রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ফিরতি পর্বে তাদের মাঠে ২-২ ড্র করেছিল ফরাসি ক্লাবটি। মেসি-দোন্নারুম্মাদের পেয়ে এবার তাদের শক্তি আরও বেড়েছে কয়েকগুণ। আলোচিত বিষয় আছে আরও এক; গত দলবদলে রিয়াল ছাড়ার পর হয়তো এই ম্যাচ দিয়েই প্রতিপক্ষ বেশে পুরনো ঠিকানায় ফিরবেন পিএসজির ডিফেন্ডার সের্হিও রামোস।

বার্সেলোনায় থাকার সময় সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে ২৬টি গোল করার সুখস্মৃতি আছে মেসির। আসছে লড়াইয়েও ব্যবধান গড়ে দিতে পারেন রেকর্ড সাতবারের বর্সসেরা ফুটবলার।

দ্বিতীয়বারের ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদকে। এই মৌসুমেই পুরনো ঠিকানা ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছেন পাঁচবারের বর্ষসের ফুটবলার রোনালদো। রিয়ালে থাকার সময় আতলেতিকোর বিপক্ষে অনেকবার লড়েছেন তিনি। দলটির বিপক্ষে খেলেছেন ইউভেন্তুসের হয়েও।

সব প্রতিযোগিতা মিলিয়ে আতলেতিকোর বিপক্ষে ২৫টি গোল আছে রোনালদোর। আসছে লড়াইয়ে হয়তো তার দিকে তাকিয়ে থাকবে ইউনাইটেড।

কোয়ার্টার-ফাইনালে ওঠার চ্যালেঞ্জে আরেকটি বড় উপলক্ষ হতে যাচ্ছে ইন্টার মিলান ও লিভারপুলের মধ্যকার ম্যাচটি। প্রতিযোগিতাটির গতবারের চ্যাম্পিয়ন চেলসি পেয়েছে ফরাসি দল লিলকে।

ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পেয়েছে অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্ককে আর গতবারের রানার্সআপ ম্যানচেস্টার সিটি খেলবে স্পোর্তিং লিসবনের বিপক্ষে।

গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতে আসা ডাচ ক্লাব আয়াক্স খেলবে পর্তুগালের বেনফিকার বিপক্ষে। আর দুবারের ইউরোপ সেরা ইউভেন্তুসের প্রতিপক্ষ স্পেনের ভিয়ারিয়াল।

আগামী ১৫-১৬ ও ২২-২৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে প্রথম লেগ। ফিরতি লেগ হবে ৮-৯ ও ১৫-১৬ মার্চ।