আবার হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র

ম‍্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ পিএসজি। চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি সময়ের সেরা দুই ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। কিন্তু কারিগরি সমস‍্যার জন‍্য বাতিল হয়ে গেল ড্র! নতুন করে আবার হবে ইউরোপ সেরার নকআউট পর্বের প্রতিপক্ষ নির্বাচনের এই অনুষ্ঠান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2021, 12:03 PM
Updated : 13 Dec 2021, 04:35 PM

সোমবার প্রথম দফার ড্র হওয়ার পরপরই বিবৃতি দিয়ে উয়েফা নিশ্চিত করে আবারও ড্র হওয়ার বিষয়টি। বাংলাদেশ সময় রাত আটটায় পুনরায় হবে এই অনুষ্ঠান।

ড্র নিয়ে বিতর্কের জন্ম ভুলভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল প্রতিপক্ষ হিসেবে পড়ার পর। যদিও পরে আবার ড্র করা হলে ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পায় ভিয়ারিয়াল। আর ইউনাইটেড পায় পিএসজিকে।

নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা দল খেলবে দ্বিতীয় সেরা দলের বিপক্ষে এবং একই গ্রুপের ও একই দেশের দল মুখোমুখি হতে পারবে না।

কিন্তু নিয়মের ব্যতিক্রম ঘটে ড্রয়ে। ‘এফ’ গ্রুপের শীর্ষ দল ইউনাইটেড এবং দ্বিতীয় সেরা দল ভিয়ারিয়াল। প্রথমবার ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে নাম ওঠে তাদের। ত্রুটি দেখে পরে আবার ড্র করা হলে পরিবর্তন আসে তাতে।

যার ফলে মেসি ও রোনালদোর লড়াই দেখার সম্ভাবনা জাগে আবার। কিন্তু বিতর্কিত এই ড্র নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন। তাই নতুন করে ড্র করার ঘোষণা দেয় উয়েফা।

প্রথমবারের শেষ ষোলোর ড্রয়ের ফল:

বেনফিকা-রিয়াল মাদ্রিদ

ভিয়ারিয়াল-ম্যানচেস্টার সিটি

আতলেতিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ

সালসবুর্গ-লিভারপুল

ইন্টার মিলান-আয়াক্স

স্পোর্তিং সিপি-ইউভেন্তুস

চেলসি-লিল

পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড