পাঁচ গোলের রোমাঞ্চে চেলসির নাটকীয় জয়

রোমাঞ্চ, উত্তেজনায় ঠাসা ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল চেলসি। তিন পেনাল্টির ম্যাচটিতে শেষ দিকের গোলে নাটকীয় জয় পেয়েছে টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2021, 05:03 PM
Updated : 11 Dec 2021, 08:02 PM

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-২ গোলে জিতেছে চেলসি। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ১-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

ঘরের মাঠে ২৮তম মিনিটে রাফিনিয়ার পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে চেলসি। বিরতির আগে মার্কো আলোনসোর ক্রসে কাছ থেকে শটে সমতা টানেন ম্যাসন মাউন্ট।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে স্পট কিকে চেলসিকে ২-১ গোলে এগিয়ে নেন জর্জিনিয়ো। আন্টোনিও রুডিগার প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় টুখেলের দল।

নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে আবার গোল খেয়ে বসে চেলসি। বদলি নেমে ম্যাচে নিজের প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন ১৯ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড জো গেলহার্ড।

যোগ করা সময়ে লিডসের ডি-বক্সে রুডিগার ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় চেলসি। তা থেকেই জয়সূচক গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো।

লিভারপুল-অ্যাস্টন

খেলোয়াড় হিসেবে ১৭ বছর লিভারপুলে কাটিয়ে ২০১৫ সালে ক্লাব ছাড়ার পর এই ম্যাচ দিয়ে প্রথমবার কোচ (প্রতিপক্ষের) হিসেবে অ্যানফিল্ডে ফেরেন স্টিভেন জেরার্ড। প্রতিপক্ষ হিসেবে ফেরার দিনে কোনো চমক দেখাতে পারেননি সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।

ম্যাচ জুড়ে আক্রমণে একচেটিয়া আধিপত্য করা লিভারপুল ষোড়শ মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রসে কাছ থেকে আরেক ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসনের প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

দুই মিনিট পর দূর থেকে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের শটে ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায় বল। বিরতির আগে সবচেয়ে বড় সুযোগটা পান মোহামেদ সালাহ। কাছ থেকে তার শট দারুণ দক্ষতায় ফেরান আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেস।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারত লিভারপুল। রবার্টসনের কর্নারে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের হেডে লফিয়ে দুই হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান মার্তিনেস।

৬৬তম মিনিটে স্পট কিকে লিভারপুলকে এগিয়ে নেন সালাহ। তিনি নিজেই অ্যাস্টনের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরারের গোল হলো ১৬ ম্যাচে ১৪টি, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে ২১টি।

একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে সাউথ্যাম্পটনকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে সাত মিনিটের মধ্যে আলেকসঁদ লাকাজেত ও মার্টিন ওডেগোরের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। বিরতির পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তিনেলি।

১৬ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। সমান ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে এক পয়েন্ট কম নিয়ে তিনে চেলসি।

আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে আর্সেনাল।

দিনের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।