অতিরিক্ত সময়ের গোলে সেমিতে সাইফ স্পোর্টিং
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2021 11:00 PM BdST Updated: 10 Dec 2021 11:00 PM BdST
নির্ধারিত সময়ে সাইফ স্পোর্টিংকে আটকে রাখল স্বাধীনতা ক্রীড়া সংঘ। কিন্তু অতিরিক্ত সময়ে আর পারেনি। মারাজ হোসেন দলকে এগিয়ে নেওয়ার পর ফয়সাল আহমেদ ব্যবধান দ্বিগুণ করলেন। দারুণ জয়ে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠে গেল দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির দল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার স্বাধীনতা সংঘের বিপক্ষে ২-০ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া আবাহনী।
ষষ্ঠ মিনিটেই ভালো সুযোগ পেয়েছিল সাইফ স্পোর্টিং। সাজ্জাদ হোসেনের কাট ব্যাকে ফাহিমের দূর্বল শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক সারোয়ার জাহান।
একাদশ মিনিটে বড় বাঁচা বেঁচে যায় সাইফ স্পোর্টিং। কর্নারে নেদো তুর্কোভিচ হেড করার পর বল পেয়ে যান ইরানি ডিফেন্ডার সিয়ামাক কুরাইশি। সাইফের তিন ডিফেন্ডার ছিলেন গোলমুখে, কুরাইশির শট গোল লাইন থেকে ফেরান ডিফেন্ডার নাসিরুল ইসলাম।

৫০তম মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি কিকে উদোহর হেডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। পাঁচ মিনিট পর ডি বক্সের ভেতর থেকে স্বাধীনতা সংঘের ফরোয়ার্ড রাসেল আহমেদের শট অল্পের জন্য খুঁজে পায়নি জাল। ৮৩তম মিনিটে বক্সের ভেতরে তাড়াহুড়ো করে নেওয়া উদোহর ভলি উড়ে যায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের সময়ের শুরুর আক্রমণ থেকে গোল তুলে নেয় সাইফ স্পোর্টিং। বাঁ দিক থেকে নিহাদ জামান উচ্ছ্বাসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মারাজ। ১০০তম মিনিটে স্বাধীনতা সংঘের গোলরক্ষকের অমার্জনীয় ভুলে হয় ব্যবধান দ্বিগুণ। গফুরভের নিচু ক্রস নাগালের মধ্যে থাকলেও গ্লাভসে নিতে পারেননি সারোয়ার। বল তার হাতে লেগে চলে যায় সামনে থাকা ফাহিমের পায়ে। অনায়াসে ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড। এ অর্ধেই জিল্লুর রহমান লালকার্ড পেলে স্বাধীনতা সংঘের ঘুরে দাঁড়ানোর পথ হয়ে যায় আরও কঠিন।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসায় স্বাধীনতা কাপে খেলার সুযোগ পেয়েছিল স্বাধীনতা সংঘ। ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা আটে এসে থামল তাদের পথচলা।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
সর্বাধিক পঠিত
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব