প্রস্তুতি ম্যাচে জাপানের কাছে জিমিদের হার

শক্তিশালী জাপানের বিপক্ষে চমক দেখাতে পারেনি বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট সামনে রেখে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেছে গোবিনাথান ইনামের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2021, 01:59 PM
Updated : 10 Dec 2021, 03:31 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার জাপানের কাছে ৪-১ গোলে হারে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার খোরশেদুর রহমান।

আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

জাপানের বিপক্ষে প্রথম কোয়ার্টারেই তিন গোল হজম করে বাংলাদেশ। পঞ্চম, দশম ও একাদশ মিনিটের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাপান। দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেওয়া বাংলাদেশ পেনাল্টি কর্নার (পিসি) পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। বরং এ অর্ধের শেষ দিকে আরও এক গোল খেয়ে বসে।

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান খোরশেদুর।

এশিয়ার র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা জাপানের কাছে হারলেও প্রস্তুতি নিয়ে খুশি গোবিনাথান। প্রথম কোয়ার্টারে খেই হারানোর কারণও খুঁজে পেয়েছেন তিনি।

“জাপান আমাদের চেয়ে অনেক শক্তিশালী। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে তাদের। জাপানের বিপক্ষে ম্যাচের গতি-প্রকৃতি বুঝতে শুরুতে ছেলেদের কিছুটা সময় লেগেছে। ম্যাচের সময় যত গড়িয়েছে ততই আমরা ওদের খেলার ধরন বুঝে নিজেদের পরিকল্পনা মতো এগিয়েছি।

“জাপান এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে অনেক ম্যাচ খেলেছে। সেখানে আমাদের দল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে। তারপরও আজ (গতকাল) ছেলেরা যা খেলেছে তাতে আমি অখুশি নই।”

ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১৪ ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বরে। এশিয়ান হকির র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দল যথাক্রমে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশ।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।