৬ গোলের রোমাঞ্চে চেলসির ড্র, গ্রুপ সেরা ইউভেন্তুস

জয়ের পথেই ছিল চেলসি। ম্যাচ শেষের বাঁশি বাজতে বাকি কেবল দুই মিনিট। তখনই তারা হজম করল গোল। হাতছাড়া হয়ে গেল সুযোগও। নিজেদের ম্যাচ জিতে গ্রুপ সেরা হলো ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2021, 08:09 PM
Updated : 9 Dec 2021, 09:15 AM

চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার রাতে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জেনিত সেন্ট পিটার্সবুর্গের মাঠে ৩-৩ ড্র করেছে শিরোপাধারী চেলসি।

একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে নিজেদের মাঠে মালমোকে ১-০ গোলে হারিয়েছে ইউভেন্তুস।

চেলসি ও ইউভেন্তুস- দুই দলেরই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো ইতালিয়ান দলটি। চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ টমাস টুখেলের দল।

৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা জেনিত খেলবে ইউরোপা লিগে। সবার নিচে মালমোর ১ পয়েন্ট।

শেষ রাউন্ডে ইউভেন্তুসের সমান কিংবা তাদের চেয়ে ভালো ফলাফল হলেই গ্রুপ সেরা- চেলসির সামনে সমীকরণ ছিল এমনই।

সেই লক্ষ্যে তাদের শুরুটাও হয় দারুণ। দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে নেন টিমো ভেরনার। তবে বিরতির আগে তিন মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।

৬২তম মিনিটে ইংলিশ দলটিকে সমতায় ফেরান রোমেলু লুকাকু। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ভেরনারের দ্বিতীয় গোলে জাগে জয়ের আশা, গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা।

কিন্তু ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবার গোল খেয়ে সব আশা শেষ হয়ে যায় গত আসরের চ্যাম্পিয়নদের।

অন্যদিকে, নিজেদের মাঠে মালমোর বিপক্ষে অষ্টাদশ মিনিটে মোইজে কিনের গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। সেই ব্যবধানই শেষ পর্যন্ত ধরে রাখে তুরিনের দলটি।