এই ডাচ কোচের মতে, কোয়ার্টার-ফাইনালের ওঠার লড়াইয়ে কেউই আয়াক্সের সামনে পড়তে চাইবে না।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে ঘরের মাঠে স্পোর্তিং লিসবনের বিপক্ষে ৪-২ গোলে জেতে আয়াক্স। ছয় ম্যাচের সবকটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা তারা। ৯ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পোর্তিং।
অপরাজেয় এই পথচলায় দারুণ এক কীর্তি গড়েছে আয়াক্স। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শতভাগ জয়ের অভিজাত ক্লাবে জায়গা করে নেওয়া আট দলের একটি তারা। গত রাতে এসি মিলানকে হারিয়ে প্রথম ইংলিশ দল হিসেবে এই তালিকায় জায়গা করে নেয় লিভারপুলও। অসামান্য এই কীর্তি দুইবার দেখাতে পেরেছে কেবল প্রতিযোগিতাটির রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
আয়াক্স কোচের কথায় আত্মবিশ্বাসের কমতি না থাকলেও পরের ধাপের লড়াইয়ের জন্য বেশ সতর্কও তিনি। জানেন, শেষ ষোলোয় কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। স্পোর্তিংয়ের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেন হাগের কণ্ঠে শোনা যায় পরবর্তী ধাপ পার করার প্রত্যয়।
“এক ম্যাচই জেতা কঠিন, সেখানে টানা ছয়টি জয়। দেখা যাক (শেষ ষোলোয়) কী হয়। একটা বিষয় তো আগে থেকেই জানা যে কঠিন লড়াই হবে। তবে আমরা আত্মবিশ্বাসী।”
স্পোর্তিংয়ের বিপক্ষে দলের প্রথম গোলের পর সতীর্থদের সঙ্গে সেবাস্টিয়ান হলারের উদযাপন