শেষ মুহূর্তের গোলে চট্টগ্রাম আবাহনীর রক্ষা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2021 10:09 PM BdST Updated: 04 Dec 2021 10:09 PM BdST
স্বাধীনতা কাপে বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে শুরুতে গোল হজম করে হারের শঙ্কায় পড়েছিল চট্টগ্রাম আবাহনী। তবে শেষ দিকের গোলে মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
প্রথম রাউন্ডে বসুন্ধরা কিংসের কাছে ৬-০ গোলে হারা নৌবাহিনী এগিয়ে যায় চতুর্দশ মিনিটে। রহমত মিয়ার ক্রসে হেডে গোলটি করেন ফরোয়ার্ড জুয়েল রানা।
একে তো পিছিয়ে, ৮৫তম মিনিটে আরেকটি ধাক্কা খায় চট্টগ্রাম আবাহনী। মাঝমাঠে প্রতিপক্ষের গালিব নেওয়াজকে ফাউল করে সোহেল রানা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা।
নৌবাহিনী দেখছিল প্রথম জয়ের আশা। কিন্তু নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। কামরুল হাসানের ফ্রি-কিকে হেডে বল জালে পাঠান নাইজেরিয়ান ডিফেন্ডার কেহিন্দে ইসা।
প্রথম রাউন্ডে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে একই স্কোরলাইনে ড্র করা চট্টগ্রাম আবাহনী দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে ‘ডি’ গ্রুপ থেকে শেষ আটে জায়গা নিশ্চিত করে শিরোপাধারী বসুন্ধরা কিংস।
সমান দুই ম্যাচে বাংলাদেশ পুলিশ ও নৌবাহিনীর ১ পয়েন্ট করে।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’