এক ম্যাচে ৪ হ্যাটট্রিক, ইংল্যান্ডের রেকর্ড ২০ গোল

প্রথম ৯ মিনিটের মধ্যেই তিন গোল। সেই ধারা অব্যাহত থাকল ম্যাচ জুড়ে। লাটভিয়ার জালে ইংল্যান্ডের মেয়েরা বল পাঠাল ২০ বার! গড়ল প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2021, 02:58 PM
Updated : 1 Dec 2021, 02:58 PM

মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার নিজেদের মাঠে ২০-০ গোলে জিতেছে ইংল্যান্ড। হ্যাটট্রিক করেছেন চার জন।

একাই চার গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড লরেন হেম্প। এলেন হোয়াইট, বেথ মিড ও অ্যালেসিয়া রুসো করেন তিনটি করে গোল।

আর জর্জিয়া স্ট্যানওয়ে একাই করেন ৬টি অ্যাসিস্ট!

হ্যাটট্রিকের পথে ইংল্যান্ডের মেয়েদের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে কেলি স্মিথকে (৪৬ গোল) ছাড়িয়ে গেছেন হোয়াইট (৪৮ গোল)। ১০১ ম্যাচ খেলে রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের মেয়েদের অবস্থান অষ্টম। লাটভিয়া আছে ১০২ নম্বরে। মাঠের পারফরম্যান্সেও পড়ল সেটির প্রভাব। সফরকারীরা প্রথমার্ধেই হজম করে ৮ গোল, বিরতির পর ১২টি।

৮৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ৬৪টি শট নেয় ইংল্যান্ড। যার ৩১টি ছিল লক্ষ্যে। বিপরীতে লাটভিয়া কোনো শটই নিতে পারেনি!

ইংল্যান্ডের মেয়েদের আগের সবচেয়ে বড় জয় ছিল ১৩-০ গোলে, ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে।