সাত দেশের শাটলারদের নিয়ে ঢাকায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

সাত দেশের শাটলারদের নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ও ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 05:22 PM
Updated : 28 Nov 2021, 05:22 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী বুধবার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতা।

স্বাগতিক বাংলাদেশসহ ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও জাম্বিয়ার শাটলাররা প্রতিযোগিতাটিতে অংশ নেবেন। 

সিনিয়র-জুনিয়র দুই বিভাগেই একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতসহ মোট পাঁচটি করে বাংলাদেশ থেকে ১৮ জন পুরুষ ও ১০ জন নারী শাটলার অংশ নেবেন। সব দেশ মিলিয়ে ৩৩৭ জন শাটলার অংশ নেবেন বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

টুর্নামেন্টের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা। সিনিয়রদের বিভাগে ১৫ হাজার এবং জুনিয়রদের বিভাগে ৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে দেশের ব্যাডমিন্টনের নিয়ন্তা সংস্থাটি।