সহজ জয়ে শুরু শেখ জামালের

শুরু থেকে বাংলাদেশ বিমানবাহিনীর উপর আধিপত্য করল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। প্রত্যাশিত জয় নিয়ে স্বাধীনতা কাপ মিশন শুরু করল প্রতিযোগিতাটির ২০১২-১৩ মৌসুমের রানার্সআপরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2021, 03:47 PM
Updated : 27 Nov 2021, 03:47 PM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে বিমানবাহিনীকে ৩-০ গোলে হারিয়েছে শেখ জামাল। ভালিজনোভ ওতাবেক প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান সলোমন কিং ও সোহানুর রহমান।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ষোড়শ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। ডি-বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের বাঁকানো শট দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তান ফরোয়ার্ড ওতাবেক।

দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় শেখ জামাল।

৫২তম মিনিটে নিজেদের অর্ধ থেকে রাহবার খানের বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে সলোমনের উদ্দেশে কাট ব্যাক করেন ওতাবেক। বক্সের মধ্যে থেকে দেখে শুনে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড। এরপর রাহাবারের পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন সোহানুর রহমান।

৫৮তম মিনিটে ওতাবেকের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান বিমান বাহিনী গোলরক্ষক মঞ্জু মিয়া। ছয় মিনিট পর ওতাবেকের ফ্রি কিক গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর ক্রসবারে লেগে ফিরলে ব্যবধান বাড়েনি।

আক্রমণ সামলাতে ব্যস্ত থাকা বিমানবাহিনী প্রথম বলার মতো আক্রমণ শানায় ৭৫তম মিনিটে। ডিফেন্ডারদের কাটিয়ে একক প্রচেষ্টায় ডান দিক দিয়ে আক্রমণ ওঠা সুমন রেজা ঢুকে পড়েন বক্সে। কিন্তু এই ফরোয়ার্ডের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। বাকি সময়ে বিমানবাহিনী পারেনি ঘুরে দাঁড়াতে।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে মান্নাফ রাব্বীর একমাত্র গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

নিজেদের প্রথম ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট তুলে নেওয়ায় কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে গেছে শেখ জামাল ও শেখ রাসেল।