নতুন কোচ ‘পেয়ে গেছে’ ম্যানচেস্টার ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2021 11:57 PM BdST Updated: 26 Nov 2021 11:57 PM BdST
ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আগের দিনই প্রায় নিশ্চিত করে বলে দেওয়া হয়, মৌসুমের বাকি সময়ের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হতে যাচ্ছেন লোকোমোতিভ মস্কোর ‘স্পোর্টস অ্যান্ড ডেভলপমেন্ট’-এর প্রধান রালফ রাংনিক। এ বিষয়ে রাশিয়ান ক্লাবটির সঙ্গেও ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে বলে শুক্রবার রাতে বিবিসি জানিয়েছে।
রাংনিকের সঙ্গে চুক্তি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি ওল্ড ট্যাফোর্ডের ক্লাবটির। চুক্তির কিছু শর্তে দুই পক্ষের সমঝোতায় আসার পাশাপাশি রাংনিকের ‘ওয়ার্ক পারমিটও’ পেতে হবে।
দলের টানা ব্যর্থতার দায়ে গত রোববার ইউনাইটেডের কোচের পদ থেকে চাকরি হারান উলে গুনার সুলশার। ২০১৮ সালের ডিসেম্বরে জোসে মরিনিয়োর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলটির হাল ধরেছিলেন নরওয়ের সাবেক এই ফুটবলার।
তার রেখে যাওয়া শূন্যস্থানে আপাতত দায়িত্ব পালন করছেন ম্যাইকেল ক্যারিক। সেখানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রাংনিকের যোগ দেওয়াটা এখন কেবলই সময়ের ব্যাপার বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদন মতে, রাংনিক চলতি মৌসুমের শেষ পর্যন্ত ইউনাইটেডের কোচ হিসেবে থাকবেন। এরপর দুই বছর ক্লাবটির পরামর্শক হিসেবে কাজ করবেন ৬৩ বছর বয়সী এই জার্মান।
আগামী রোববার প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে ইউনাইটেড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য তাদের ডাগআউটে রাংনিককে পাওয়ার কোনো সুযোগ নাই। আগের ম্যাচের মতো দায়িত্বে থাকবেন ক্যারিক।
মস্কোয় যাওয়ার আগে কোচ হিসেবে বড় কোনো সাফল্য না থাকলেও খুব একটা খারাপও করেননি রাংনিক। ২০১১ সালে শালকের হয়ে জিতেছিলেন জার্মান কাপ। ওই ২০১০-১১ মৌসুমেই দলটিকে তুলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।
তার কোচিংয়েই ২০১৯ জার্মান কাপের ফাইনালে উঠেছিল জার্মান ফুটবলে নতুন সম্ভাবনা দল লাইপজিগ।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান