চেলসিতে ধরাশায়ী হয়ে ক্ষমা চাইলেন ইউভেন্তুস কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2021 10:51 PM BdST Updated: 26 Nov 2021 10:51 PM BdST
সেরি আয় ছন্দে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালো খেলছিল ইউভেন্তুস। তাদের সেই সন্তুষ্টির জায়গাও উবে গেছে চেলসির বিপক্ষে বিধ্বস্ত হয়ে। সবশেষ ওই ম্যাচে নিজেদের হতশ্রী পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। দুঃসহ স্মৃতি ভুলে সামনে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিলেন তিনি।
ইউরোপ সেরার মঞ্চে স্ট্যামফোর্ড ব্রিজে গত মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে শিরোপাধারী চেলসির কাছে ৪-০ গোলে হারে ইউভেন্তুস। ২০০৪ সালে সেরি আয় রোমার বিপক্ষে একই ব্যবধানে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটিই তাদের সবচেয়ে বড় হার।
চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে খেলা অবশ্য আগেই নিশ্চিত করেছে ইউভেন্তুস। গ্রুপে পাঁচ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুই নম্বর স্থানে ইতালির দলটি।
ঘরোয়া লিগে নিজেদের পরের ম্যাচে শনিবার আলাতান্তার মুখোমুখি হবে ইউভেন্তুস। আগের দিন সংবাদ সম্মেলনে চেলসি ম্যাচ নিয়েও অনেক কথা বলতে হলো আল্লেগ্রিকে। বাজেভাবে হারের জন্য দুঃখ প্রকাশ করলেন ইতালিয়ান কোচ।
"লন্ডনে ওই হারের জন্য আমরা দুঃখিত। আমরা ইউভেন্তুস এবং নিজেদের ব্যাপারে এমন খারাপ ধারণা তৈরি করা কখনই ভালো নয়।"

সেরি আয় আতালান্তা আছে দারুণ ছন্দে। প্রতিযোগিতাটিতে আগে ছয় ম্যাচে অপরাজিত দলটি পয়েন্ট টেবিলে আছে পাঁচ নম্বরে। দলটির বিপক্ষে ভালো খেলে ডিসেম্বরের ব্যস্ত সূচিতে পা রাখতে চান আল্লেগ্রি।
"আতালান্তা শারীরিক ফুটবল খেলে। তারা অনেক গোল করে, কিন্তু তারা অনেক গোল হজমও করে। তাই আমাদের আক্রমণের পাশাপাশি রক্ষণেও ভালো খেলতে হবে। আমাদের নিখুঁত হতে হবে।"
"আগামীকালের (শনিবার) ম্যাচটি গুরুত্বপূর্ণ, তবে আসরের ফল নির্ধারক নয়। আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাস রয়েছে। পরবর্তী ছয়টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।”
চেলসি ম্যাচ নিয়ে খুব বেশি না ভেবে আল্লেগ্রি মনোযোগ দিচ্ছেন দলীয় উন্নতির দিকে।
"সমস্যা হলো আমরা ছোট ক্লাবগুলোর বিপক্ষে ভালো ফল পাইনি। লন্ডনে হারের পর ছেলেরা কিছুটা হতাশ ছিল, কিন্তু গতকাল তারা ভালো অনুশীলন করেছে।
লিগে ১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে আটে আছে শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা ইউভেন্তুস।
-
৬ মাস পেছাল আফ্রিকান নেশন্স কাপ
-
'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'
-
এমবাপেকে আমরা শূলে চড়াতে পারি না: মদ্রিচ
-
৮ গোলের ম্যাচে শেখ রাসেলের জয়
-
উদ্দ্বীপ্ত সাইফ স্পোর্টিংয়ে ধরাশায়ী আবাহনী
-
ওতাবেকের জোড়া গোলে জয়ে ফিরল শেখ জামাল
-
‘ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সার’
-
সেভিয়া-বার্সার পাঠ চুকিয়ে 'ঘরে ফিরলেন' লুক ডি ইয়ং
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে