‘নিরাপদ’ ও ‘ভালো’ আছেন সেই চীনা টেনিস তারকা

চীনের টেনিস তারকা পেং শুয়াইকে নিয়ে শঙ্কা কেটে গেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্টকে ভিডিও কলে শুয়াই বলেছেন, তিনি ‘নিরাপদ’ ও ‘ভালো’ আছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 07:50 PM
Updated : 21 Nov 2021, 08:52 PM

আইওসি এক বিবৃতিতে রোববার জানায়, তাদের প্রেসিডেন্ট টমাস বাখ ৩০ মিনিট কথা বলেছেন পেংয়ের সঙ্গে।

“তিনি ভালো আছেন, যা আমাদের উদ্বেগের মূল কারণ ছিল।”

চীনের ভাইস-প্রিমিয়ার ঝাং গাওলির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলার পর প্রায় তিন সপ্তাহ জনসম্মুখে দেখা যায়নি ৩৫ বছর বয়সী পেংকে। তার অবস্থা নিয়ে তাই মানুষের মনে শঙ্কা জাগে। নোভাক জোকোভিচ, সেরেনা উইলিয়ামসের মতো টেনিস তারকারা বিষয়টি তদন্তের দাবি জানান।

আইওসির বিবৃতিতে বলা হয়েছে, পেং বেইজিংয়ে নিজ বাড়িতে আছেন বলে তাদের জানিয়েছেন।

“৩০ মিনিটের ভিডিও কলের শুরুতে পেং শুয়াই তার অবস্থা নিয়ে ভাবনার জন্য আইওসিকে ধন্যবাদ জানান। বলেন, তিনি নিরাপদ ও ভালো আছেন, বেইজিংয়ে তার বাড়িতে আছেন। তবে এই সময়ে তার গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানান।”

“তিনি এখন বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তবু তিনি টেনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।”

আইওসির বিবৃতিতে ভিডিও কলের একটি ছবিও রয়েছে, যেখানে পেংকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে।

চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোয় গত ২ নভেম্বর এক পোস্টে টেনিস দ্বৈতের সাবেক নাম্বার ওয়ান পেং অভিযোগ তোলেন, তিন বছর আগে তাকে চীন সরকারের ওই উচ্চপদস্থ কর্মকর্তা তার ও তার স্ত্রীর সঙ্গে টেনিস খেলতে আমন্ত্রণ জানান। বাড়িতে ডাকার পর তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়েন ঝাং। তবে আগে ঝাংয়ের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল বলেও জানান পেং।

বিস্তারিত ওই পোস্টে পেং একই সঙ্গে জানান, নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারবেন না। তবে কথা বলতে তার আপত্তি নেই।

টেনিস বিশ্বকে নাড়িয়ে দেওয়া ওই পোস্ট আধ ঘণ্টা পরই সরিয়ে ফেলা হয়। তারপর থেকে এখন পর্যন্ত ঝাং কিংবা চীন সরকারের পক্ষ থেকে পেংয়ের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আলোচিত ওই পোস্টের পর পেংয়ের পক্ষ থেকে মাঝে আর কিছুই বলা হয়নি। জনসম্মুখেও তাকে আর দেখা যায়নি। মূলত এ কারণেই তার বর্তমান অবস্থা নিয়ে মানুষের মনে শঙ্কা জেগেছিল।

চাইনিজ তাইপের শে সু-ওয়ের সঙ্গে জুটি বেঁধে ২০১৩ উইম্বলডন ও ২০১৪ ফরাসি ওপেনের দ্বৈতে শিরোপা জয়ী পেং ২০১৪ ইউএস ওপেনের এককে সেমি-ফাইনালেও উঠেছিলেন। ২০২০ সালের মার্চের পর আর ডব্লিউটিএ-এর কোনো টুর্নামেন্টে খেলেননি তিনি।

পেংয়ের ওই অভিযোগ চীনের ‘হ্যাশট্যাগ মি ঠু’ মুভমেন্টে সবচেয়ে বড় ও আলোচিত ঘটনা। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত দেশটির ভাইস-প্রিমিয়ারের দায়িত্ব পালন করা এবং প্রেসিডেন্ট শি জিংপিংয়ের ঘনিষ্ঠ ৭৫ বছর বয়সী ঝাং এই অভিযোগের বিষয়ে এখনও কিছুই বলেননি।

চাইনিজ পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান গত বৃহস্পতিবার এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না।

চারপাশে এই প্রতিবাদের মধ্যেই বৃহস্পতিবার ডব্লিউটিএ-এর প্রধান নির্বাহী স্টিভ সিমোন যুক্তরাষ্ট্রের অনেক গণমাধ্যমকে বলেন, পেংয়ের অভিযোগের বিষয়ে চীনের কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হলে আগামী বছর সেখানে অনুষ্ঠেয় ১০টি টুর্নামেন্ট তারা সেখান থেকে সরিয়ে নেবে।