কোয়ারেন্টিনে বায়ার্নের আরও ৪ খেলোয়াড়

চ্যাম্পিয়ন্স লিগে আসছে ম্যাচের আগে একের পর এক সমস্যার মুখে পড়ছে বায়ার্ন মিউনিখ। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় দলটির আরও চার খেলোয়াড়কে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 07:05 PM
Updated : 22 Nov 2021, 03:32 PM

রোববার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। নতুন করে কোয়ারেন্টিনে যাওয়া খেলোয়াড়রা হলেন: সের্গে জিনাব্রি, জামাল মুসিয়ালা, মিকায়েল কুইজন্স ও এরিক মাক্সিম চুপো-মোটিং।

এই চারজনের কেউ এখনও করোনাভাইরাসের টিকা নেননি। চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে দিনামো কিয়েভের বিপক্ষে তাদের খেলার সম্ভাবনা নেই।

আগে থেকেই টানা দ্বিতীয় সপ্তাহের জন্য আইসোলেশনে আছেন মিডফিল্ডার জসুয়া কিমিখ। আন্তর্জাতিক বিরতিতে জার্মানি দলের সঙ্গে থাকা অবস্থায় কোভিড-১৯ আক্রান্ত সতীর্থের সংস্পর্শে আসায় কিমিখসহ আরও তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়।

বুন্ডেসলিগায় ১২ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন।