মেসি-ইনিয়েস্তা বার্সায় ফিরতে পারে: লাপোর্তা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2021 10:14 PM BdST Updated: 20 Nov 2021 10:14 PM BdST
সদ্যই কোচ হিসেবে ফিরেছেন চাভি এরনান্দেস। এরপর খেলোয়াড় হিসেবে পুরনো ঠিকানায় যোগ দিয়েছেন ডিফেন্ডার দানি আলভেস। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এবার আত্মবিশ্বাসের সুরে শোনালেন লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার ফেরার সম্ভাবনাও। তবে এই দুজনের খেলোয়াড় হিসেবে আসার সম্ভাবনা তেমন দেখেন না তিনি।
ক্লাবের সোনালী সময়ের অন্যতম দুই সেনানী মেসি ও ইনিয়েস্তার খেলোয়াড়
হিসেবে ফেরার সম্ভাবনা নিয়ে লাপোর্তার মন্তব্য নিয়ে কিছুদিন আগে খবর বেরিয়েছিল
গণমাধ্যমে। তিনি অবশ্য এবার বললেন, তখন তাকে ভুলভাবে
উপস্থাপন করা হয়েছিল।
আলভেসকে কাম্প নউয়ে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে
লাপোর্তা বলেন, মেসি ও ইনিয়েস্তার ক্লাবে ফিরে আসার ব্যাপারে
তিনি কোনো সম্ভাবনা উড়িয়ে দিতে চান না। তিনি মনে করেন, ভবিষ্যতে
যে কোনো কিছুই হতে পারে।
এরপর থেকেই দুই ক্লাব কিংবদন্তির বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে
গুঞ্জনের ডালপালা মেলতে থাকে। তবে মেসি কিংবা ইনিয়েস্তা যে খেলোয়াড় হিসেবেই ফিরবেন,
এমনটা কখনও অবশ্য বলেননি লাপোর্ত।
লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে গত অগাস্টে
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর মেসি ফরাসি ক্লাব
পিএসজিতে যোগ দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছয়বারের বর্ষসেরা এই ফুটবলারও ভবিষ্যতে
কাম্প নউয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তবে সেটা ক্লাব
ডিরেক্টর বা অন্য কোনো পরিচয়ে।
আর ইনিয়েস্তা ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনায় খেলে ২০১৮ সালে
জাপানের ক্লাব ভিসেল কোবেতে যোগ দেন। চলতি বছর দলটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি
নয়ায়ন করেন স্পেনের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।

বার্সেলোনা সভাপতি সভাপতি হুয়ান লাপোর্তা। ফাইল ছবি
"তারা (সাংবাদিক) আমাকে প্রশ্ন করেছিল, এই দুই খেলোয়াড় (মেসি ও ইনিয়েস্তা) ভবিষ্যতে বার্সেলোনায় ফিরতে পারে কি না, আমরা তাদের আবারও ক্লাবে দেখতে পাব কি না। তারা নিজেরাও সবসময় বলেছে যে তারা বার্সেলোনায় ফিরতে চায়।"
"আমি খেলোয়াড় হিসেবে (তাদের প্রত্যাবর্তনের বিষয়ে) কথা বলছি না, কোচ হিসেবে ফেরার ব্যাপারে বলেছি। তারাও প্রকাশ্যে এই বিষয়ে কথা বলেছে। তাই তাদের বার্সেলোনায় ফেরার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।"
কোচ বা অন্য ভূমিকায় এই দুজনের ক্লাবে ফেরার ব্যাপারে আশাবাদী হলেও খেলোয়াড় হিসেবে তাদের আবার বার্সেলোনার জার্সিতে দেখা নিয়ে নিশ্চিত নন লাপোর্তা।
"(মেসি ও ইনিয়েস্তা) খেলোয়াড় হিসেবে ফিরবে কি-না? এই মুহুর্তে এটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না, কারণ তারা নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। আমার উত্তর এই অর্থে ছিল যে তারা অবশ্যই ভিন্ন ভূমিকায় বার্সেলোনায় ফিরবে। তবে, (ভবিষ্যতে) কী হবে, তা কেউ জানে না।"
আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে বার্সেলোনা। এই ম্যাচেই দলটিতে কোচ হিসেবে যাত্রা শুরু হবে চাভির।
এবারের লা লিগায় ১১ ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে নবম স্থানে। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে তারা ১১ পয়েন্টে পিছিয়ে।
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি