সিটি শিবিরে বড় ধাক্কা

বেলজিয়ামের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সময় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন কেভিন ডে ব্রুইনে। গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে যা বড় ধাক্কা হয়ে এসেছে ম্যানচেস্টার সিটির জন্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2021, 04:07 PM
Updated : 19 Nov 2021, 04:07 PM

আগামী রোববার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে খেলবে সিটি। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হবে ম্যানচেস্টারের দলটি। এই দুই ম্যাচের পাশাপাশি আগামী ২৮ নভেম্বর ঘরোয়া লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষেও ডে ব্রুইনের খেলা অনিশ্চিত।

গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সূচির আগে শুক্রবার ডে ব্রুইনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

বাছাইয়ে আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বেলজিয়াম। সবশেষ গত মঙ্গলবার ওয়েলসের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচেও শুরুর একাদশে ছিলেন ডে ব্রুইনে। দ্বাদশ মিনিটে তার গোলেই এগিয়ে গিয়েছিল বেলজিয়াম।

গুয়ার্দিওলা জানিয়েছেন, কমপক্ষে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে ডে ব্রুইনেকে।

"দুর্ভাগ্যবশত কেভিন (ডে ব্রুইনে) বেলজিয়ামের হয়ে খেলার সময় কোভিড-১৯ পজিটিভ হয়েছে।"

"দুই দিন আগে আমরা জানতে পেরেছি, সে এখানেই আছে। তার ফিটনেস ও ছন্দের কথা ভুলে যেতে হবে। সে (কোভিড-১৯) পজিটিভ, এখন তাকে প্রাণশক্তি ফিরে পেতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে, মানুষ কোভিড (আক্রান্ত) হয়ে মারা যাচ্ছে। তার টিকা নেওয়া আছে তাই আশা করছি সে সুস্থ হয়ে যাবে।"

প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।