চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে উড়িয়ে দিল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2021 09:17 PM BdST Updated: 17 Nov 2021 09:17 PM BdST
দুই আর্জেন্টাইন এবং একজন করে ভারতীয় ও পাকিস্তানি নিয়ে মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং। তিন ডাচ নিয়ে নেমেছিল আবাহনী লিমিটেড। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হলো জমজমাট। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারল কেবল মোহামেডান। আবাহনীকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার ফাইভে উঠল তারা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার আবাহনীকে ৪-০ গোলে হারায় মোহামেডান। হোয়াকিম মেনিনি দুটি এবং তাজওয়ার আব্বাস ও রাজীব দাস একটি করে গোল করেন।
১১ ম্যাচে দশ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে থেকে সুপার ফাইভে উঠল তারা। ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্রথম ধাপ শেষ করল আবাহনী।
প্রথম ধাপের সবগুলো জিতে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আগেই সুপার ফাইভে উঠেছিল মেরিনার ইয়াংস। প্রথম ধাপে মোহামেডান হারে কেবল এই দলটির বিপক্ষেই।
পঞ্চম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে যান রাসেল মাহমুদ জিমি। মোহামেডান অধিনায়কের পুশে নিখুঁত রিভার্স হিটে দলকে এগিয়ে নেন আর্জেন্টিনার হয়ে ২০১৬ রিও দে জেনেইরো অলিম্পিক সোনা জেতা হোয়াকিম মেনিনি।
২৭তম মিনিটে বিয়র্ন কোলারমান ডান দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে উঠে শেষ মুহূর্তে তালগোল পাকিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন। ম্যাচজুড়ে একাধিক পেনাল্টি কর্নার পেলেও আবাহনীকে গোল এনে দিতে পারেনি কেউ।
পেনাল্টি কর্নার থেকে ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। সুনিল ভিতালাচারিয়ার পুশ আমিরুল ইসলাম স্টপ করার পর ছোট পুশ করেন গনসালো পেইয়াত। এরপর দারুণ হিটে লক্ষ্যভেদ করেন পাকিস্তানের আব্বাস।
৪৯তম মিনিটে আবাহনীকে আরও কোলঠাসা করে ফেলে মোহামেডান। সুনিলের আড়াআড়ি পাসে রাজীব স্কোরলাইন ৩-০ করেন। ৫২ মিনিটে ব্যবধান আরও বাড়ান মেনিনি।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)