ত্রিমুখী লড়াইয়ে বাজিমাত নেদারল্যান্ডসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2021 03:53 AM BdST Updated: 17 Nov 2021 04:16 AM BdST
তিন দলের সম্ভাবনায় শুরু হওয়া শেষ রাউন্ডে সাদামাটা পারফরম্যান্সে কোনো চমক দেখাতে পারল না নরওয়ে। শেষ দিকে ব্যবধান গড়ে দিল নেদারল্যান্ডস। কাঙ্ক্ষিত জয়ে সরাসরি কাতার বিশ্বকাপে জায়গা করে নিল লুই ফন খালের দল।
একই সময়ে শুরু হওয়া ‘জি’ গ্রুপের আরেক ম্যাচে মন্টেনেগ্রোর বিপক্ষে জয় পেয়েছে তুরস্কও। তবে ডাচরা জেতায় গ্রুপ রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তুর্কিদের।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে নরওয়েকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। আর মন্টেনেগ্রোর মাঠে ২-১ ব্যবধানে জিতেছে তুরস্ক।

নরওয়ের বিপক্ষে চাপ ধরে রেখেও গোলের দেখা পাচ্ছিল না ২০১৮ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস। অন্য ম্যাচে মন্টেনেগ্রোর বিপক্ষে তখন জয়ের পথে তুরস্ক। তাই শেষ সময়ে ডাচরা হেরে বসলেই বিশ্বকাপের টিকেট চলে যাবে তুরস্কের হাতে।
অনিশ্চয়তার মাঝে ৮৪তম মিনিটে নেদারল্যান্ডস শিবিরে স্বস্তি এনে দেন স্টেভেন বেরহুইয়ান। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে উল্লাসে ভাসে ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি।
এমবাপে-বেনজেমার গোলে ফ্রান্সের জয়
অন্যদিকে, মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল তুরস্ক। পরে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিলেও শেষ পর্যন্ত হতাশাতেই শেষ হলো বাছাইয়ে তুরস্কের এ পর্বের যাত্রা।
তবে ২০২২ বিশ্বকাপে ওঠার আশা অবশ্য এখনই তাদের শেষ হয়ে যাচ্ছে না। সেজন্য তাদের খেলতে হবে প্লে-অফে।
১০ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে নেদারল্যান্ডসের পয়েন্ট ২৩। ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তুরস্ক।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।
-
এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়