এমবাপে-বেনজেমার গোলে ফ্রান্সের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2021 03:40 AM BdST Updated: 17 Nov 2021 04:19 AM BdST
প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর ঘুরে দাঁড়াল ফ্রান্স। বদলি নেমে ‘ডেডলক’ ভাঙলেন করিম বেনজেমা। সতীর্থের গোলে অবদান রাখা কিলিয়ান এমবাপেও পেলেন জালের দেখা। বিশ্বকাপ বাছাইয়ের শেষটাও ফরাসিরা রাঙাল আরেকটি জয় দিয়ে।
ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে মঙ্গলবার রাতে ফিনল্যান্ডকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের রাউন্ডে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা দিদিয়ে দেশমের দল অপরাজিত থেকে শেষ করল বাছাই।
৮ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তাদের কাছে হেরে কপাল পুড়েছে ফিনল্যান্ডের। একই সময়ে হওয়া আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে ইউক্রেন। দলটির পয়েন্ট ১২, ফিনল্যান্ডের ১১। বসনিয়ার ৭, কাজাখস্তানের ৩ পয়েন্ট।

দুই দিন আগে কাজাখস্তানের বিপক্ষে ৮-০ গোলের জয়ে একাই চার গোল করেছিলেন এমবাপে। বেনজেমা করেছিলেন দুটি। ফিনল্যান্ডের বিপক্ষে তাকে বেঞ্চে রেখে নামে ফ্রান্স। তবে প্রথমার্ধে সেভাবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। এই সময়ে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারে নেশন্স লিগ চ্যাম্পিয়নরা।
ত্রিমুখী লড়াইয়ে বাজিমাত নেদারল্যান্ডসের
পঞ্চম মিনিটে ফরাসি স্ট্রাইকার মুসা দিয়াবির শট ঠেকিয়ে দেন ফিনল্যান্ড গোলরক্ষক। ২২তম মিনিটে বাইরে মেরে সুযোগ হারান অঁতোয়ান গ্রিজমান।
বিরতির আগে ভালো একটি সুযোগ পায় স্বাগতিকরা। তবে লিও ভাইসানেনের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

৬৬তম মিনিটে মেলে সাফল্য। এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বেনজেমার শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়।
১০ মিনিট পরই দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন পিএসজির তারকা ফরোয়ার্ড। জয়ের আনন্দে মাঠ ছাড়ে সফরকারীরা।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন