এফএ কাপের ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার ১-০ গোলে আবাহনীকে হারায় মেরিনার্স। ৫২তম মিনিটে জয়সূচক গোলটি করেন ফজলে হোসেন রাব্বী।
১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার ফাইভে উঠল মেরিনার্স। ১০ ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া আবাহনীর পয়েন্ট ২৭। সোমবার অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও ১০ ম্যাচে ২৭ পয়েন্ট।
আবাহনী ও মোহামেডানের একটি করে ম্যাচ বাকি আছে। আগামী বুধবার দ্বিতীয় স্থানে থেকে সুপার ফাইভে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
সুপার ফাইভে জায়গা করে নেওয়া বাকি দুই দল বাংলাদেশ স্পোর্টিং ক্লাব (১১ ম্যাচে ২২ পয়েন্ট) ও সোনালী ব্যাংক এসসি (১১ ম্যাচে ১৮ পয়েন্ট)।