ঝুঁকি নিবে শ্রীলঙ্কা, সতর্ক বাংলাদেশ কোচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2021 08:04 PM BdST Updated: 15 Nov 2021 08:05 PM BdST
শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের সমীকরণ সহজ। প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির ফাইনালে খেলতে বাংলাদেশের জন্য ড্রই যথেষ্ট। সেখানে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোসের মনে হচ্ছে, কঠিন সমীকরণের কারণে ঝুঁকি নেবে শ্রীলঙ্কা। তাই লক্ষ্য পূরণে তাদের বিপক্ষে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার দিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
কলম্বোর রেসকোর্স মাঠে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে দুই দল। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। সিশেলসের বিপক্ষে হারা শ্রীলঙ্কা ১ পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে।
গত অক্টোবরেই সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তপু বর্মনের একমাত্র গোলে জিতেছিল তারা। এবার জামাল-জিকোরা খেলবেন প্রতিপক্ষের মাঠে ও দর্শকের সামনে। লেমোস তাই সতর্ক।
“যদিও শ্রীলঙ্কা ভালো করেনি (শুরুর দুই ম্যাচে), কিন্তু এটা ভিন্ন ম্যাচ এবং সবকিছুই বদলে যেতে পারে। যদি তারা আমাদেরকে হারাতে পারে এবং ফাইনালে উঠতে পারে, তখন তাদের আগের দুই ম্যাচের কথা কেউ মনে রাখবে না।”

আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা হয়নি প্রত্যাশা অনুযায়ী। ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে জয়ের আশা ছিল, কিন্তু সম্ভাবনা জাগিয়ে ড্র করে দল। পরের ম্যাচেই অবশ্য ১৮ বছর ধরে মালদ্বীপকে হারাতে না পারার বৃত্ত ভাঙার আনন্দে মাতে লাল-সবুজেরা।
দিন দশেক আগে দলের হাল ধরে মালদ্বীপের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন লেমোস। সোমবার সংবাদ সম্মেলনে কোন ম্যাজিকে সাফল্য এলো-এমন প্রশ্নের জবাবে এই পর্তুগিজ কোচ বললেন, তিনি দলকে স্রেফ দায়িত্ব নিয়ে সচেতন থাকতে বলেছিলেন।
“আমরা চেয়েছি প্রত্যেকে নিজের দায়িত্বটা পালন করতে। কোনো অজুহাত নয়, নিজের কাজটা করে যাওয়ার দিকে গুরুত্ব দিয়েছি। যদি আপনি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাকে দায় নিতে হবে। ছেলেদের বলেছি নিজের খেলাটা খেলতে; সেরাটা দিতে। এ পর্যন্ত যেটুকু তারা দিতে পেরেছে, তা নিয়ে আমি খুশি। এখন আমিও আরও বেশি চাই। আগামীকালের ম্যাচটি আরও গুরুত্বপূর্ণ। আমি আরও বেশি চাই।”
বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কার শুরুটা ছিল চমকপ্রদ। চার গোল হজমের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচে সিশেলসের বিপক্ষে শেষ দিকের গোলে হেরে বসে তারা। আসছে ম্যাচে তাই ভিন্ন ছক কষছেন বলে জানালেন লেমোস।

বাংলাদেশকে এগিয়ে রাখলেও হাল ছাড়ছেন না শ্রীলঙ্কার কোচ আমির আলাজিচ। তার চাওয়া পুরো শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ুক দল।
“সিশেলস ম্যাচের ফল নিয়ে আমরা হতাশ, যেভাবে ওই ম্যাচে খেলেছি, সেটা নিয়েও হতাশ। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব (বাংলাদেশের বিপক্ষে)। আমাদের চেয়ে বাংলাদেশ ভালো পজিশনে আছে; ফাইনালে উঠতে তাদের ড্র লাগবে। কিন্তু ড্র করতে হলেও আপনাকে মেলে ধরতে হবে। দেখা যাক, কী হয়। তবে কেউই বলতে পারবে না কী হবে।”
“প্রতিটি ম্যাচ জেতাই লক্ষ্য। আমরা নিজেদের মাঠে খেলব। জিততে হলে হোমে আধিপত্য করতে হবে। আমরা কৌশলে কিছু পরিবর্তন এনেছি। আশা করি, ছেলেরা কাল পুরো শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে।”
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের