বাংলাদেশ-সিশেলস ম্যাচ বুধবার

অতিবৃষ্টিতে এ নিয়ে দুইবার পেছাল বাংলাদেশ-সিশেলস ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ম্যাচটি বুধবার মাঠে গড়াবে বলে জানিয়েছে। বারবার ম্যাচ পেছানোয় বাড়তি প্রস্তুতির সুযোগ মিললেও এর সুবিধা-অসুবিধা দুটোই দেখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2021, 02:16 PM
Updated : 9 Nov 2021, 02:16 PM

শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল গত সোমবার। বৃষ্টির কারণে ম্যাচটি একদফা পিছিয়ে মঙ্গলবার আনা হয়। একই কারণে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বাফুফে জানায় মঙ্গলবারও মাঠে গড়াবে না ম্যাচটি।

কলম্বোর রেসকোর্স মাঠে বুধবার বাংলাদেশ সময় সাড়ে ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে সন্ধ্যায় জানিয়েছে বাফুফে। শ্রীলংকা ফুটবল টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি বলেও জানিয়েছে তারা।

দুইবার ম্যাচ পেছানোয় জামাল-জিকোরা আরও একদিন বেশি অনুশীলনের সুযোগ পেয়েছেন। মঙ্গলবার পুলিশ পার্ক মাঠে দল নিয়ে প্রস্তুতি সেরেছেন অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস।

বারবার ম্যাচ পেছানোয় প্রস্তুতির সুযোগ মিললেও অসুবিধা দেখছেন জিকো। তবে বাফুফের ভিডিও বার্তায় এই গোলরক্ষক আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন যেকোনোভাবে জয়ে শুরুর আশাবাদও।

“আসলে এটা এক দিক দিয়ে আমাদের জন্য ভালো, অন্যদিক থেকে মানসিক চাপের। আমরা একসঙ্গে ছিলাম না। এখানে এসে একসঙ্গে অনুশীলন করতে পেরেছি।”

“এখানে যেহেতু বাজে আবহাওয়ার কারণে বারবার (সূচি) বদলাচ্ছে। ভাগ্যেরও বিষয় আছে… আমরা যেহেতু পেশাদার খেলোয়াড়, পরের দিন ম্যাচ থাকলে মাইন্ডসেটও সেভাবে থাকে। কিন্তু সকালে উঠে যদি শুনি ম্যাচটি হবে না, এর একটা প্রভাব পড়ে। তবে সিশেলসের বিপক্ষে আমাদের যে ম্যাচটি আছে, সেটি যেকোনোভাবে জিততে চাই আমরা।”

বাংলাদেশের ম্যাচ পেছালোও মঙ্গলবার শ্রীলঙ্কা-মালদ্বীপ ম্যাচ দিয়ে ঠিকই হয়েছে প্রতিযোগিতার উদ্বোধন। চার গোলে পিছিয়ে পড়েও মালদ্বীপের বিপক্ষে ৪-৪ ড্র করেছে স্বাগতিকরা।