বার্সেলোনার কোচ হচ্ছেন চাভি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2021 05:19 PM BdST Updated: 05 Nov 2021 06:20 PM BdST
কদিন ধরে চলা গুজন সত্যি হতে যাচ্ছে। কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার কোচ হচ্ছেন দলটির সাবেক মিডফিল্ডার চাভি এরনান্দেস।
আল সাদ শুক্রবার টুইট করে জানায়, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে রাজি হওয়ায় তারা চাভিকে ছেড়ে দিতে রাজি।
বার্সেলোনার পক্ষ থেকে অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আল সাদ এর আগে বলেছিল, তারা
চাভিকে ছাড়বে না। তবে গত বুধবার আল দুহাইলের বিপক্ষে দলের ৩-৩ ড্র ম্যাচের পর ৪১
বছর বয়সী এই কোচ বলেন, তিনি ‘ঘরে’
ফিরতে মুখিয়ে আছেন, বার্সেলোনার কোচ হতে পারা
হবে দারুণ কিছু। এরপরই এলো এই ঘোষণা।
বার্সেলোনার যুব একাডেমিতে বেড়ে ওঠা চাভি ক্লাব
ছাড়ার আগে দলটির হয়ে খেলেন তখনকার রেকর্ড ৭৭৯ ম্যাচ। কাম্প নউয়ে সমৃদ্ধ ক্যারিয়ারে
চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও আটটি লা লিগাসহ জেতেন মোট ২৫টি শিরোপা।
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও দুটি
ইউরো শিরোপা জেতা এই তারকা ২০১৫ সালে বার্সেলোনা ছেড়ে শুরুতে আল সাদে খেলোয়াড়
হিসেবে যোগ দেন। পরে ২০১৯ সালে দলটির কোচের দায়িত্ব নেন।
তার হাত ধরে দলটি জিতেছে একটি করে কাতার স্টার্স লিগ ও কাতার সুপার লিগ এবং দুটি করে কাতার কাপ ও আমির অব কাতার কাপ। লিগে অপরাজিত আছে রেকর্ড ৩৬ ম্যাচ ধরে।
বার্সেলোনার প্রধান কোচের পদে চাভির সম্ভাবনা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। কাতালান দলটির একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে গত ২৭ অক্টোবর তখনকার কোচ রোনাল্ড কুমান বরখাস্ত হওয়ার পর বিষয়টি পায় নতুন মাত্রা।
পূর্ণ মেয়াদে নতুন কোচ পাওয়ার আগ পর্যন্ত দায়িত্বটি দেওয়া হয় বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে থাকা সের্হি বারজুয়ানকে। এবার তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন চাভি।
বর্তমানে লা লিগায় ১১ ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে নবম স্থানে। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে তারা ৯ পয়েন্টে পিছিয়ে।
ক্লাবের অর্থনৈতিক দৈন্যতা ও লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের বার্সেলোনা এই মৌসুমে ধরে রাখতে পারেনি তাদের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে। গত অগাস্টে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা। ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানকে ধারে পাঠানো হয় তার পুরনো ঠিকানা আতলেতিকো মাদ্রিদে।
এই মৌসুমে নতুন খেলোয়াড় কেনায় বার্সেলোনা অর্থ খরচ করতে পারেনি। ফ্রি ট্রান্সফারে দলটিতে যোগ দেন মেমফিস ডিপাই, সের্হিও আগুয়েরো ও এরিক গার্সিয়া। সেভিয়া থেকে ধারে নিয়ে আসা হয় ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ংকে।
কিছুদিন আগে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বলেন, “আমি সবসময় বলেছি, চাভি একদিন বার্সেলোনার কোচ হবে, কিন্তু কখন তা জানি না।”
সেই সময় অবশেষে এসেই গেল।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা