জামালদের কাছে শ্রীলঙ্কা যাওয়ার ‘ভিসা’ চাইলেন সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2021 07:53 PM BdST Updated: 03 Nov 2021 07:53 PM BdST
শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট সামনে রেখে চলা অনুশীলন দেখলেন কাজী সালাউদ্দিন। খেলোয়াড়দের সঙ্গেও সারলেন আলাপ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জানালেন আলাপের বিষয়। জামালদের বলেছেন, তারা যদি শিরোপা জয়ের প্রতিশ্রুতি দেয় তাহলেই কেবল শ্রীলঙ্কায় যাবেন তিনি।
শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে আগামী ৮ নভেম্বর সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ১১ নভেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। তিন দিন পর প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এ উপলক্ষে বুধবার ফর্টিস একাডেমি মাঠে ষষ্ঠ দিনের অনুশীলন সেরেছে দল। জামাল-রাকিবদের উদ্বুদ্ধ করতে অনুশীলনে গিয়েছিলেন সালাউদ্দিন।

“আমি সিম্পল কথা বলেছি। সবার সামনে অধিনায়ককে ডেকে বলেছি, আমি কী শ্রীলঙ্কাতে যাবো নাকি যাবো না? তোমাদের পারমিশন লাগবে। ওরা বলেছে আপনাকে চ্যাম্পিয়নশিপ দেব। আমি তখন বলেছি চ্যাম্পিয়নশিপ দিলে আমি ফাইনালে যাব। না দিলে আমাকে ভিসা দিও না (হাসি)।”
গত মাসে মালদ্বীপের হওয়া সাফে আলাদাভাবে নজর কেড়েছেন রাকিব হোসেন। কিন্তু নেপালের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে এই মিডফিল্ডারের একটি ব্যাক পাস হয়েছিল সর্বনাশের কারণ। রাকিবের সঙ্গে ওই ব্যাক পাস নিয়েও কথা হয়েছে বলে জানালেন সালাউদ্দিন।

বাফুফে সভাপতির সঙ্গে কথা বলতে পেরে আত্মবিশ্বাস বেড়েছে রাকিবেরও। সাফের ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কায় ভালো করতে এখন আরও বেশি অনুপ্রাণিত ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
“সভাপতি বলেছেন, আমার খেলা তার ভালো লেগেছে। আরও বলেছেন, কিছু ভুল-ত্রুটি ছিল ওগুলো শুধরাতে পারলে তুমি আরও ভালো করবে; তোমার গতি অনেক, ভেতরে ঢুকতে পার, কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছে না। তুমি তিনটা ম্যাচে যথেষ্ট ভালো খেলেছ, কিন্তু ওই দিন কি করলে। প্রতিদিন খেলা দেখবে, তাহলে উন্নতি হবে।”
“তার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলে খুব ভালো লেগেছে। ভুল হবেই কিন্তু ভুলগুলো শুধরে নিয়ে খেলতে পারলে টিমের জন্য ভালো হবে। সভাপতি কথা বলায় আমার আত্মবিশ্বাসও আরও বাড়ছে। মনে হচ্ছে, আরও ভালো কিছু করতে হবে। গতবারের (সাফের) চেয়ে ভালো কিছু করার প্রত্যাশা এবার।”
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে