মেসির অনুপস্থিতিতে কিছুই বদলাবে না: লাইপজিগ কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2021 12:07 AM BdST Updated: 03 Nov 2021 04:10 AM BdST
-
লাইপজিগের বিপক্ষে লিওনেল মেসিকে পাবে না পিএসজি
-
লাইপজিগ কোচ জ্যাসি মার্স
প্রতিপক্ষের আক্রমণভাগে লিওনেল মেসির না থাকাটা যে কোনো কোচের কাছেই স্বস্তির। কিন্তু বিষয়টি সেভাবে দেখেন না লাইপজিগ কোচ জ্যাসি মার্স। পিএসজি দলে পার্থক্য গড়ে দেওয়ার মতো যথেষ্ট খেলোয়াড় আছে বলে মনে করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় মুখোমুখি হবে দল দুটি। পেশির চোটে এ ম্যাচ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন পিএসজির তারকা মেসি।
মেসি না থাকলেও পিএসজির আক্রমণভাগে আছে সময়ের সেরা দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপে। আর্জেন্টাইন তারকার অনুপস্থিতি প্রসঙ্গে এই দুই তারকার প্রসঙ্গও টেনে আনেন লাইপজিগ কোচ।

লাইপজিগ কোচ জ্যাসি মার্স
“প্যারিসে প্রথম লেগে আমরা নেইমার এবং আনহেল দি মারিয়ার বিপক্ষে খেলিনি এবং তারা আমাদের বিপক্ষে এ দুজনের অনুপস্থিতিতে যেমনটা খেলার কথা, তেমনটা খেলেনি; তাই ফিরতি লেগও কঠিন হবে।”
প্রথম লেগে লাইপজিগের বিপক্ষে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচটি পিএসজি জিতে নিয়েছিল ৩-২ ব্যবধানে। জোড়া গোল করেছিলেন মেসি; অন্য গোলটি এমবাপের।
তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। ৬ পয়েন্ট নিয়ে তাদের পেছনে ম্যানচেস্টার সিটি। ক্লাব ব্রুজের পয়েন্ট ৪ এবং লাইপজিগ এখন পর্যন্ত পয়েন্টের খাতাই খুলতে পারেনি।
লাইপজিগ ফরোয়ার্ড ইউসুফ পোলসেন মনে করেন, মেসি ছাড়াও পিএসজি দলে মানসম্পন্ন খেলোয়াগ আছে যথেষ্ট। অবশ্য এবারের দ্বৈরথ নিজেদের মাঠে বলে আশাবাদী তিনি।
“প্রথম লেগে মেসি দুই গোল করেছিল এবং সে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। কিন্তু ওই ম্যাচে দি মারিয়া খেলেনি এবং সেও মন্দ খেলোয়াড় নয়। তো মেসির না থাকা সুবিধা নাকি অসুবিধা-এগুলো আসলে আলোচনার বিষয়ই নয়। পিএসজির এই দলের প্রতিটি খেলোয়াড়ই উচুঁ মানের।”
“আমরা জানি, আমরা এখনও একটা শীর্ষ দল এবং নিজেদের মাঠে যে কাউকে হারাতে পারি।”
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
সর্বাধিক পঠিত
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব