লিলের বিপক্ষে নেই এমবাপে, মেসিকে নিয়ে শঙ্কা

লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না পিএসজি। শঙ্কা আছে লিওনেল মেসির খেলা নিয়েও। পেশির সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2021, 12:39 PM
Updated : 28 Oct 2021, 02:08 PM

ঘরের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার রাত একটায় গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের আগের দিন দলীয় অনুশীলনে ছিলেন না মেসি ও এমবাপে।

পরে প্যারিসের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ওআরএল (নাক, কান বা গলা) সংক্রমণে ভুগছেন বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে। আগামী সপ্তাহের শুরুতে তিনি অনুশীলন শুরু করবেন। তবে বিবৃতিতে মেসির বিষয়ে কিছু জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো বলেন, লিলের বিপক্ষে মেসি স্কোয়াডে থাকবেন কি-না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

“আজ সকালে তার পেশিতে সামান্য সমস্যা ছিল, তাই সতর্কতার অংশ হিসেবে সে আলাদাভাবে অনুশীলন করেছে। (লিলের বিপক্ষে) সে থাকবে কি-না, তা দেখতে আমরা তাকে পর্যবেক্ষণ করব।”

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এখনও নিজের সেরাটা মেলে ধরতে পারেননি মেসি। ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে তিনটি গোল করলেও লিগ ওয়ানে চার ম্যাচ খেলে জালের দেখা পাননি।

১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। ১৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে লিল।