বাংলাদেশের ফুটবলে ‘নবাব’ হওয়ার স্বপ্ন নবাবের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2021 06:18 PM BdST Updated: 28 Oct 2021 06:27 PM BdST
-
প্রথম দিনের অনুশীলনের পর ওবায়দুর রহমান নবাব। ছবি: মোহাম্মদ জুবায়ের
-
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: ছবি: মোহাম্মদ জুবায়ের
প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে অনুশীলন করে দারুণ রোমাঞ্চিত ওবায়দুর রহমান নবাব। লাল-সবুজের জার্সিতে আসন্ন শ্রীলঙ্কার প্রতিযোগিতায় অভিষেক হবে কিনা, তা নিয়ে এখনই ভাবছেন না কাতার প্রবাসী এই উইঙ্গার। প্রথম অনুশীলনের ভালোলাগা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিশ্রুতি দিলেন, সুযোগ পেলে সেরাটা নিংড়ে দেওয়ার। বাংলাদেশের ফুটবলে ‘সবার সেরা’ হওয়ারও!
শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে আগামী নভেম্বরে খেলবে বাংলাদেশ। আগামী ৮ নভেম্বর সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে দল। ১১ নভেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। তিন দিন পর প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। প্রতিযোগিতাটি সামনে রেখে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোসের সঙ্গে প্রথম অনুশীলন করেছে দল।
বসুন্ধরা কিংসের হয়ে গত মৌসুমে দুটি লিগ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নবাব। এরপর চোটের কারণে ছিলেন দলের বাইরে। সুস্থ হয়ে ফিরে ২২ বছর বয়সী এই উইঙ্গার ডাক পেয়েছেন লেমোসের দলে। জাতীয় দলের হয়ে প্রথম অনুশীলন করে শিহরিত তিনি। স্বপ্ন দেখছেন লাল-সবুজের জার্সিতে অভিষেকের।
“ক্যাম্পে থাকতে পেরে আমি খুশি। গত মৌসুমে চোটের কারণে খুব বেশি ম্যাচ টাইম পাইনি। তাই আশা করিনি ডাক পাব, কিন্তু কোচ আমার উপর আস্থা রেখেছেন। ডেকেছেন। এই বন্ধের মধ্যে ফিটনেস ধরে রেখেছিলাম। ট্রেনিং করেছি। প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করাটা উপভোগ করেছি।”
“সত্যি বলতে, (সেরা একাদশে জায়গা পাওয়া) এটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত। কোচ যদি মনে করে সেরা একাদশে জায়গা পাওয়ার জন্য আমি যথেষ্ট ফিট এবং দলে বাড়তি কিছু যোগ করতে পারি, তাহলে…এটা আসলে আমার বলার কথা নয়, আমি যথেষ্ট ফিট কিনা খেলার জন্য। জাতীয় দলের হয়ে খেলতে পারা সম্মানের এবং আমি এজন্যই বাংলাদেশে এসেছি। এখানে অনেকে যেহেতু আমার পরিচিত, সব মিলিয়ে আমি সবকিছু নিয়ে খুশি।”
গত মৌসুমে চোটে পড়ার পর কিংস কোচ অস্কার ব্রুসন কোনো চাপ দেননি। সুযোগ দিয়েছিলেন পুরোপুরি সেরে ওঠার। এক ফাঁকে কিংস কোচের প্রতি কৃতজ্ঞতাও জানালেন নবাব।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: ছবি: মোহাম্মদ জুবায়ের
এরই মধ্যে ডেনমার্ক প্রবাসী জামাল ভূইয়া, ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান জাতীয় দলে পাকা করে নিয়েছেন জায়গা। কাতার প্রবাসী নবাবও চ্যালেঞ্জ নিচ্ছেন জামাল-তারিকদের মতো আস্থা অর্জনের।
“আগেও বলেছি, চোটের কারণে গত মৌসুমে বেশি ম্যাচ খেলতে পারিনি। যতটুকু পেরেছি, চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার জন্য। যদি (ক্যাম্পে ডাক পাওয়াতে) অতটুকুর প্রভাব থেকে থাকে…থাকতে পারে কিন্তু আমি জানি না। তবে সেরা একাদশে জায়গা পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আমি শুধু চেষ্টা করব, নিজের সেরাটা দেওয়ার, আমি আত্মবিশ্বাসী। ইনশাল্লাহ সুযোগ পাব।”
“আমার কাছে এ মুহূর্তে একটাই চ্যালেঞ্জ, ফিটনেস ধরে রাখা। সেটা যদি রাখতে পারি…আমি আসলেই সেরা একাদশে জায়গা করে নিতে পারার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করি একদিন বাংলাদেশের ফুটবলের নবাব হতে পারব ইনশাল্লাহ।”
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন