বার্সার নতুন দুর্ভাবনা ডি ইয়ংয়ের চোট

মৌসুমের প্রথম ক্লাসিকোয় হারের পথে আরেকটি বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে গেছেন ফ্রেংকি ডি ইয়ং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 03:04 PM
Updated : 25 Oct 2021, 05:13 PM

কাম্প নউয়ে গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-১ গোলে হারে বার্সেলোনা। ম্যাচটিতে কখনোই তেমন কার্যকর ভূমিকায় দেখা যায়নি ডি ইয়ংকে। পরে ৭৭তম মিনিটে তাকে তুলে সের্হি রবের্তোকে নামান কোচ রোনাল্ড কুমান।

পরে সোমবার ক্লাবের ওয়েবসাইটে ডি ইয়ং ডান ঊরুর হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন বলে জানানো হয়। ডাচ এই মিডফিল্ডারের মাঠে ফিরতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, তার এখন চিকিৎসা চলবে এবং পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজেদের পরবর্তী ম্যাচে লা লিগায় আগামী বুধবার রায়ো ভায়োকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। আসছে এই ম্যাচে যে ডি ইয়ং খেলবেন না, তা একরকম নিশ্চিত।

চলতি মৌসুমে এ পর্যন্ত বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ডি ইয়ং খেলেছেন ১১ ম্যাচে এবং সবকটিই শুরুর একাদশে।

দলটির চোট পাওয়া খেলোয়াড়দের তালিকাটা আরও লম্বা হলো। আগে থেকেই যেখানে বাইরে আছেন উসমান দেম্বেলে, মার্টিন ব্রাথওয়েট, পেদ্রি ও রোনালদ আরাহো।