র্যাঙ্কিংয়ে বেলজিয়ামের আরও কাছে ব্রাজিল, এগিয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2021 01:58 AM BdST Updated: 22 Oct 2021 01:58 AM BdST
আন্তর্জাতিক ফুটবলের র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে শীর্ষে থাকা বেলজিয়ামের সঙ্গে ব্যবধান কমেছে ব্রাজিলের। দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়ে তিনে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, চারে ইতালি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড।
এই মাসে উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরের সেমি-ফাইনালে বেলজিয়ামকে ও ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জেতে ফ্রান্স। শেষ চারে স্পেনের বিপক্ষে হারের পর বেলজিয়ামকে হারিয়ে তৃতীয় হয় ইতালি। আর বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচের একটি জেতে এবং অন্যটি ড্র করে ইংল্যান্ড। এসবেরই প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে।
বেলজিয়ামের সঙ্গে দুইয়ে থাকা ব্রাজিলের ব্যবধান এখন মাত্র ১২ পয়েন্টের। অক্টোবরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচের দুটিতে জেতে ব্রাজিল, ড্র করে অন্যটি।
এক ধাপ এগিয়ে সাতে উঠেছে স্পেন, আটে নেমে গেছে পর্তুগাল। ছয় নম্বরে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল স্কালোনির দলও ব্রাজিলের মতো তিন ম্যাচের দুটিতে জেতে, ড্র করে অন্যটি।
আগের মতো ৯ ও ১০ নম্বরে আছে যথাক্রমে মেক্সিকো ও ডেনমার্ক। দুই ধাপ এগিয়ে ১২তম স্থানে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তিন ধাপ পিছিয়ে ১৫তম স্থানে আছে উরুগুয়ে।
১৮৯ থেকে বাংলাদেশ উঠে এসেছে ১৮৭তম স্থানে। কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে এবং ভারতের বিপক্ষে ড্র করে ২০০৫ সালের পর প্রথম ফাইনাল খেলার আশা জাগালেও শেষ পর্যন্ত পারেনি তারা। মালদ্বীপের বিপক্ষে হেরে ও নেপালের সঙ্গে ড্র করে ছিটকে যায় রাউন্ড রবিন লিগ থেকে।
আগামী ২৫ নভেম্বর পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।
-
স্বপ্নের মৌসুমে বেনজেমার হাতে ‘পিচিচি ট্রফি’
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
-
১১ বছর পর সেরি আ চ্যাম্পিয়ন এসি মিলান
-
অ্যাস্টন ভিলার গোলরক্ষককে আক্রমণ, ক্ষমা চাইল সিটি
-
বিদেশি কোচদের মধ্যে ইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন গুয়ার্দিওলা
-
হেরেও ইউরোপা লিগে ইউনাইটেড
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল