ম্যানচেস্টার সিটির গোল উৎসব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2021 12:47 AM BdST Updated: 20 Oct 2021 04:15 AM BdST
প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ম্যানচেস্টার সিটি বিরতির পর প্রতিপক্ষের জালে বল পাঠাল আরও তিনবার। বেলজিয়ান চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন রিয়াদ মাহরেজ, একটি করে জোয়াও কানসেলো, কাইল ওয়াকার ও কোল পালমার।
লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে পিএসজির মাঠে ২-০ ব্যবধানে হেরেছিল ম্যানচেস্টার সিটি।

শুরু থেকে স্বাগতিকদের চেপে ধরে সিটি। তবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ত্রয়োদশ মিনিটে রদ্রি জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
৩০তম মিনিটে লক্ষ্যে ম্যাচের প্রথম শটে এগিয়ে যায় সফরকারীরা। মাঝমাঠের কাছ থেকে ফিল ফোডেনের লম্বা ক্রস ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান কানসেলো।
৪৩তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। ডি-বক্সে আলজেরিয়ার এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি।
প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন হতে পারত ৩-০। ফোডেনের পাস থেকে মাহরেজের জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক সিমোন মিগনোলেত।

৮১তম মিনিটে একটি গোল শোধ করেন ব্রুজের হান্স ভানাকেন। তবে দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আবার বাড়িয়ে নেন মাহরেজ। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে সিটি।
তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ব্রুজ। এক ম্যাচ কম খেলে ব্রুজের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পিএসজি মঙ্গলবার পরের ম্যাচে মুখোমুখি হবে লাইপজিগের।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন