৭ মিনিটের ৪ গোলে বায়ার্নের বড় জয়

হারের ধাক্কা সামলে এক ম্যাচ পরই বুন্ডেসলিগায় জয়ের পথে ফিরেছে বায়ার্ন মিউনিখ। বায়ার লেভারকুজেনকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2021, 04:22 PM
Updated : 17 Oct 2021, 04:22 PM

প্রতিপক্ষের মাঠে রোববার ৫-১ গোলে জেতে শিরোপাধারীরা। দুটি করে গোল করেন রবের্ত লেভানদোভস্কি ও সের্গে জিনাব্রি, একটি টমাস মুলার।

আন্তর্জাতিক বিরতির আগে গত রাউন্ডে ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বায়ার্ন।

লেভারকুজেনের জালে প্রথমার্ধেই পাঁচবার বল পাঠিয়ে ম্যাচ মুঠোয় নেয় সফরকারীরা। তৃতীয় মিনিটে সতীর্থের পাসে ছয় গজ বক্সে দারুণ ব্যাকহিল ফ্লিকে গোলের সূচনা করেন লেভানদোভস্কি।

এরপর ৩০ থেকে ৩৭, সাত মিনিটের মধ্যে বাকি চার গোল করে বায়ার্ন। ছয় গজ বক্সের মুখ থেকে পায়ের টোকায় লেভানদোভস্কির দ্বিতীয় গোলের পর স্কোরলাইন ৩-০ করেন মুলার। তিন মিনিটে দুবার লক্ষ্যভেদ করেন জিনাব্রি।

লিগে দুই ম্যাচ পর জালের দেখা পাওয়া লেভানদোভস্কির আট ম্যাচে গোল হলো ৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১৫টি।

দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন লেভারকুজেনের চেক রিপাবলিকের ফরোয়ার্ড পাত্রিক শিক।

৮ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ১৯। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। ১৬ পয়েন্ট নিয়ে তিনে লেভারকুজেন।